‘পরাণ’-এর বাজিমাতে মাফ পেলেন রাজ

পরিমণীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট

বিনোদন ডেস্ক : ঢাকাইয়া সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। গত বছর জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তারা। এখন অপেক্ষার প্রহর গুনছেন নতুন অতিথিকে স্বাগত জানাতে।

পরিমণীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট

বুধবার (১৩ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে রাজের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করেছেন পরী। ক্যাপশনে তিনি লেখেন, ‘১০ দিন দেরি করে ইনি (রাজ) আমাকে ডক্টর চেকআপে নিয়ে গেলেন আজ! কী করা উচিত?

তবে স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে নায়িকা লিখেছেন, ‘যাও ‘পরাণ’-এর বাজিমাতের জন্য মাফ করে দিলাম।’

রাজের উদ্দেশে পরী লেখেন, ‘রাজ পুঁচকু মিস করে আপনাকে। তাড়াতাড়ি বাসায় আসেন।’

ঈদ উপলক্ষে গত ১০ জুলাই মুক্তি পেয়েছে শরিফুল রাজের সিনেমা ‘পরাণ’। এতে তার সঙ্গী হয়েছেন বিদ্যা সিনহা সাহা মিম ও ইয়াশ রোহান। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।

আপাতত সিনেমার প্রচারণা ও দর্শকদের সঙ্গে বিভিন্ন হলে ‘পরাণ’ দেখায় ব্যস্ত সময় পার করছেন রাজ। আর তাই দেরিতে ডক্টর চেকআপে নিয়ে গেলেও স্বামীর ওপর রাগ পুষে রাখেননি পরী।