পরাণ থেকে যে দৃশ্যটি বাদ দেওয়া হয়েছে

পরাণ

বিনোদন ডেস্ক : ‘পরাণ’-এ মজেছে দর্শক। ঈদুল আজহায় স্বল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে বাজিমাত করেছে সিনেমাটি। দর্শকের আগ্রহে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হল সংখ্যা। মুক্তির এক মাস পেরোলেও প্রেক্ষাগৃহে পরাণের দর্শকের উপচেপড়া ভিড়। এক শো শেষ না হতেই পরবর্তী শো’র জন্য দর্শকের লম্বা লাইন লেগে থাকছে।

পরাণ

‘পরাণ’-এর একটি দৃশ্য সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সেই দৃশ্যটি প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

সেখানে দেখা যাচ্ছে, মিম একটি মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আছেন। অভিনেতা ইয়াশ রোহান সেখানে হাজির হন। কথা প্রসঙ্গে ইয়াশের গালে চড় মারেন নায়িকা। তার সঙ্গে থাকা মেয়েটি মিমকে আটকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ইয়াশ যেদিক দিয়ে এসেছিলেন, সেদিকেই চলে যান।

সেই ভিডিওর ক্যাপশনে মিম লিখেছেন, ‘পরাণ’ থেকে বাদ দেওয়া দৃশ্য। দুঃখিত ইয়াশ রোহান। শেষের এক্সপ্রেশনটা সেই ছিল। নির্মাতা রায়হান রাফির উদ্দেশে নায়িকার প্রশ্ন, ‘এই দৃশ্যটা ফেলে দিলা কেন?’

প্রসঙ্গত, ‘পরাণ’ মুক্তির পর থেকেই অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ নিয়ে সবার এত উচ্ছ্বাস, আবেগ- দেখে ভীষণ ভালো লাগছে তার। এটিকে ক্যারিয়ারের বড় প্রাপ্তি হিসেবে মনে করছেন নায়িকা।

অন্যদিকে,‘পরাণ’ সিনেমার সাফল্যে প্রতি বছর দুটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজক ও লাইভ টেকনোলজিসের ডিরেক্টর তামজীদ অতুল।