বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের যাপিতজীবন নিয়ে উৎসুক সব মহলই। তবে মহাতারকার অনেকেই এখন ক্যারিয়ারের পড়ন্ত বেলায় উপনীত। তাদের জায়গা দখলে মরিয়া এই প্রজন্মের অনেকে। পাশাপাশি উঠে আসছে সেলিব্রিটি কিড প্রজন্ম; যাদের জন্য অধীর হয়ে আছে বলিউড অঙ্গন। সারা আলী খান, আহান শেঠি, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুরের মতো অনেক তারকা-সন্তান এরই মধ্যে বলিউডের বড়পর্দায় নাম লিখিয়েছেন। বিখ্যাত বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করে বলিউডে শিগগির পা রাখছেন এমন আরও কয়েকজনকে নিয়ে এই আয়োজন। লিখেছেন- মাজেদ হোসেন টুটুল
আরিয়ান খান
এরই মধ্যে যে কজন সেলিব্রেটি কিড আলোচনার তুঙ্গে, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বর্তমানে ক্যালিফোর্নিয়াতে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন। আরিয়ানের ইচ্ছা, তিনিও বাবার মতো বড় অভিনেতা হবেন। অবশ্য ছেলের বলিউড পদার্পণে তাড়াহুড়ো করার পক্ষে নন বাবা শাহরুখ ও মা গৌরী খান। সম্প্রতি কিছু বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন আরিয়ান। তবু তাকে নিয়ে আশাবাদী বলিউড। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা এক মিলিয়নেরও বেশি।
ইব্রাহিম আলী খান
নবাব পতৌদি-তনয় বলিউড সুপারস্টার সাইফ আলী খানের প্রথম সংসারের দুই সন্তান সারা ও ইব্রাহিম। এরই মধ্যে সারার বলিউডে অভিষেক হয়েছে। বাবা-মা আর বোনের পদাঙ্ক অনুসরণ করে সিনে দুনিয়ায় আগমনের অপেক্ষায় ইব্রাহিম। প্রায়ই বোনের ইনস্টাগ্রামে তাকে দেখা যায়। বাবা সাইফ আলী খানের সঙ্গে চেহারায় অনেক মিল। নিজে থেকে কখনো না বললেও বাবা ও বোন সব সময়ই বলে আসছেন যে, ইব্রাহিম খুব শিগগির অভিনয়ে নাম লেখাতে চলছে। তার ফলোয়ার সংখ্যা ৬ লাখের বেশি।
আরাভ ভাটিয়া
সারনেম দেখে যে কেউ বিস্মিত হতে বাধ্য। কারণ বাবা অথবা মা কারও নামের সঙ্গে মিল রেখে কোনো উপাধিই যুক্ত নেই। তিনি আরাভ ভাটিয়া। বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার সন্তান আরাভ বলিউডে অভিষেকের পথে। তারকা-সন্তানদের মধ্যে তিনি নিঃসন্দেহে সবচেয়ে সুদর্শন। তার হ্যাজেল-সবুজ চোখের মণি দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। নেট জগতে তেমন ব্যস্ত না থাকলেও নিজের প্রোফাইলে প্রায় তাকে নতুন রূপে দেখা যায়। ১৯ বছরের আরাভকে বলিউডে দেখার অপেক্ষায় সবাই।
খুশি কাপুর
প্রয়াত শ্রীদেবী ও বনি কাপুরের সংসার আলোকিত করে রয়েছেন দুই মায়াবী কন্যা। তাদের মধ্যে বড় মেয়ে জাহ্নবী এরই মধ্যে বলিউডে নাম লিখিয়ে তরতর করে এগিয়ে যাচ্ছেন সাফল্যের পথে। আর ছোট মেয়ে খুশি কাপুর রয়েছেন পর্দা কাঁপানোর অপেক্ষায়। তার সাম্প্রতিক হালচালই বলে দেয়, খুব শিগগির বড়পর্দায় নাম লেখাতে চলেছেন। আর এটি হবে করণ জোহরের একটি সিনেমা দিয়ে। বর্তমানে খুশি ফিল্ম একাডেমিতে ডিগ্রি সম্পন্ন করছেন। পড়াশোনা শেষ করেই তিনি পর্দায় আসতে চান।
সুহানা খান
বলিউড বাদশাহ শাহরুখ ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান যখন প্রাতিষ্ঠানিকভাবে স্বাবলম্বী হয়ে সিনেমা জগতে নাম লেখাতে চান, তার ছোট বোন সুহানা তখন সরাসরি বাবার পদাঙ্ক অনুসরণ করতে প্রস্তুত হয়ে আছেন। বর্তমানে নিউইয়র্কে পড়াশোনার ফাঁকে ফাঁকে ক্যামেরার সামনে আসার প্রস্তুতিও নিচ্ছেন। সম্প্রতি এক সহপাঠী দ্বারা পরিচালিত ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ নামে একটি শর্টফিল্মে সাবলীল অভিনয় করেছেন। এত সব মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সুহানা। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে চার লাখের কাছাকাছি ফলোয়ার রয়েছে।
আহান পান্ডে
বলিউডের বিখ্যাত পান্ডে পরিবারের পরবর্তী প্রজন্ম যেন বেড়ে উঠছে অভিনয়ের জন্যই। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এ অনন্যা পান্ডের অভিষেকের পর রীতিমতো লাইম লাইটে আছেন চাচাতো ভাই আহান পান্ডে। চাঙ্কি পান্ডের ভাই বিশিষ্ট ব্যবসায়ী চিক্কি পান্ডে ও ফিটনেস বিশেষজ্ঞ ডিয়ানের ছেলে সুদর্শন আহানের ফ্যান-ফলোয়ার এরই মধ্যে তিন লাখের বেশি। ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, যশরাজ ফিল্মসের আগামী প্রডাকশনে দেখা যাবে তাকে।
শানায়া কাপুর
প্রিয় বান্ধবী অনন্যার বলিউড অভিষেকের পর থেকেই অস্থির হয়ে উঠেছেন সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর। কাপুর পরিবারের সন্তান ২০ বছর বয়সী শানায়ার গত বছর প্যারিসে সহকারী অভিনেত্রী হিসেবে অভিষেক হয়েছে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে উঠে আসেন লাইম লাইটে। বলিউডের বিখ্যাত এই পরিবারের আগের সন্তানদের গতিপথ বিবেচনা করে শানায়া নিজেও নিজেকে নিয়ে যেতে চান জনপ্রিয়তার শীর্ষে।
ইরা খান
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের মেয়ে ইরা খান। সেলিব্রেটি বাবার সন্তান হওয়ায় তাকে নিয়ে সর্বত্র আগ্রহ থাকবেই। আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তের ঘরে জন্ম নেওয়া ইরা এরই মধ্যে একটি ক্রিটিক-প্রশংসিত নাটক ‘মেডিয়া’ পরিচালনা করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এতে তিনিও গুরুত্বপূর্ণ চরিত্রে অংশ নেন। তার সাম্প্রতিক কর্মকা-ে সবাই ধরে নিয়েছেন, ইরা শিগগির বাবার পদাঙ্ক অনুসরণ করে বড়পর্দায় আসছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।