বিনোদন ডেস্ক : সর্বশেষ মক্কায় দেখা গিয়েছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। এরপর এসেই ‘পাঠান’ ছবিটি মুক্তি দেবার প্রস্তুতি। দিপীকা পাড়ুকোনও উচ্ছ্বসিত। শাহরুখের হাত ধরেই তার সিনেমায়। এত বছর পর আবারও একটা বড় ক্যানভাসের ছবি। তবে এবারে বাদশাহ হাজির হলেন বেষ্ণোদেবীতে।
গত সোমবার ‘পঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’ এর ঝলক প্রকাশ্যে এল। তার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতেই শাহরুখের এ হেন সিদ্ধান্ত বলে মনে করছেন মেগাস্টারেরর অনুরাগীরা।
শাহরুখের এই পাঠান লুক প্রসঙ্গে দিপীকা বলেন, ‘এই শাহরুখ একদম নতুন। ৪ বছর পর শাহরুখের যেন নতুন জন্ম। পর্দায় এই শাহরুখকে অনেকেই চিনবেন না।’
‘পঠান’ ছবির ওই গানে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও শাহরুখ। সুঠাম শরীর, পোশাক ও লম্বা চুলে শাহরুখের স্টাইল নিয়ে নিমেষে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি এই গানে দীপিকার বিকিনি লুক নিয়েও শুরু হয়েছে চর্চা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।