বিনোদন ডেস্ক : বাংলা সিনেমা জগতের মহানায়ক বলতে বাঙালি একজনকেই চেনেন। তিনি হলেন মহানায়ক উত্তম কুমার। বাংলা সিনেমা প্রেমীদের কাছে আবেগের আরেক নাম উত্তম কুমার। তাই তাকে নিয়ে বরাবরই কৌতূহলের অন্ত নেই অনুরাগীদের।
কথায় আছে শিল্পীর মৃত্যু হয় না, তিনি জীবিত থাকেন নিজের কাজের মধ্যে দিয়ে। এই একই কথা খাটে মহানায়ক উত্তম কুমারের ক্ষেত্রেও। এই কারণেই মৃত্যুর ৪২ বছর পরেও আজও সমান প্রাসঙ্গিক তিনি।
শুধু দর্শক নাই নয় মহানায়কে বাঁচিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যান ইন্ডাস্ট্রির সমস্ত কলাকুশলীরাও। তবে মহানায়ক হওয়া একেবারেই সোজা নয়। একথা হাড়ে হাড়ে টের পেয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা। তাৰে টলিউড ইন্ডাষ্ট্রিতেই এমন বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন যারা একবার হলেও পর্দায় মহানায়ক হওয়ার হয়ে ওঠার চেষ্টা করেঅভিনয় করেছেন তাঁর চরিত্রে। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে বাংলা ইন্ডাস্ট্রির এমনই পাঁচজন অভিনেতার কথা যারা একসময় কোনো না কোনো চরিত্রের মধ্যে দিয়ে টিভির পর্দায় মহানায়ক উত্তম কুমার হওয়ার চেষ্টা করেছিলেন।
১) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
এই তালিকায় প্রথমেই রয়েছেন টলিউডের ইন্ডাস্ট্রি বলে পরিচিত চট্টোপাধ্যায়। স্টার জলসার পর্দায় মহানায়ক উত্তম কুমারের অভিনয় থেকে ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি ধারাবাহিকের উত্তম কুমার এর চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। তার অভিনয় জীবন থেকে শুরু করে পারিবারিক অশান্তি খুঁটিনিটি সবকিছু নিয়েই তৈরি হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু পর্দার উত্তম কুমারকে ফুটিয়ে তোলা যে মোটেই সহজ নয় সেটা উপলব্ধি করেছিলেন অভিনেতা নিজেও। তাই তিনি নিজের সমস্তটা নিংড়ে দিয়ে অভিনয় করেছিলেন প্রিয় উত্তম জেঠুর চরিত্রে।
২) যীশু সেনগুপ্ত
এরপরে এই তালিকায় রয়েছেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। তিনিও একবার পা গলিয়ে ছিলেন উত্তম কুমারের জুতোয়। চেষ্টা করেছিলেন পর্দার মহানায়ক হয়ে ওঠার। প্রসঙ্গত সৌমিক সেন পরিচালিত একটি জনপ্রিয় সিনেমা ছিল ‘মহালয়া’। এই সিনেমাতেই উত্তম কুমারের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। প্রসঙ্গত ছোট থেকেই মহালয়া মানেই বাঙালির মনে আসে একটাই নাম। তিনি হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। মহালয়ার সকালে তার গলায় গলা না শুনলে ঘুম ভাঙেনা বাঙালির। তবে একবার এই মহালয়া রেকর্ড করেছিলেন মহানায়ক উত্তম কুমারও। সেই বিষয় নিয়েই তৈরি হয়েছিল মহালয়া সিনেমা এই সিনেমাতেই মহানায়ক হয়ে ওঠার চেষ্টা করেছিলেন যীশু সেনগুপ্ত।
৩) শাশ্বত চট্টোপাধ্যায়
অতনু বসু পরিচালিত ‘অচেনা উত্তম’ সিনেমায় মহানায়কের চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এই সিনেমায় মহানায়কের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় জীবনে পাওয়া না পাওয়া, প্রেম, ভালবাসা, দাম্পত্য কলহ, সবকিছুই তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত উত্তম কুমার মানেই ছিল দুর্দান্ত স্টারডম। কিন্তু এই সিনেমার মধ্যে দিয়ে দর্শক একজন সুপারস্টারের আড়ালে লুকিয়ে থাকা মানুষকে দেখতে পাবেন।
৪) সুজন মুখোপাধ্যায়
এছাড়ায় তালিকায় রয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সুজন মুখোপাধ্যায়। যদিও দর্শকরা তাকে নীল নামে বেশি চেনেন। ‘যেতে নাহি দিব’ নামে একটি ডকু ফিচারে উত্তম কুমারের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। মহানায়কের চরিত্রে অভিনয় করার পর অভিনেতা বলেছিলেন মহানায়কের চরিত্রে অভিনয় করা একেবারেই সোজা নয়। তাই তিমি চরিত্রটাকে উপস্থাপন করার চেষ্টা করে গিয়েছেন মাত্র।
৫) গৌরব চট্টোপাধ্যায়
মহানায়ক হয়ে ওঠার এই তালিকায় রয়েছেন সম্পর্কে উত্তম কুমারের নাতি তথা জনপ্রিয় টেলিভিশন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘অতি উত্তম’ ছবিতে একজন উত্তম কুমারের একজন গবেষকের চরিত্রে অভিনয় করেছিলেন গৌরব। জানা যায় এই ছবির পিছনে অনেক গবেষণা করেছিলেন পরিচালক সৃজিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।