সত্তর দশকের শেষের দিকে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন পুনম ধিলন। একই সময়ে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। তবে ‘নুরি’ সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। তারপর বহু সিনেমায় অভিনয় করে মাত করেছেন দর্শকদের। মজার ব্যাপার হলো—পর্দার বাবাকে বাস্তবে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন পুনম। চলুন, অতীতের পাতা উল্টে দেখে আসা যাক সেই গল্প—

কাকে বিয়ের ইচ্ছে প্রকাশ করেছিলেন পুনম?
১৯৭৮ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব লাভ করেন পুনম। মাত্র ১৬ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি পরিচালক যশ চোপড়ার ‘ত্রিশূল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। খুব দ্রুত সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর ‘নুরি’ ও ‘লায়লা’ এর মতো হিট সিনেমায় অভিনয় করেন। প্রয়াত সুনীল দত্ত, ফারুক শেখ এবং সঞ্জয় দত্তের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।
১৯৮৪ সালে মুক্তি পায় ‘লায়লা’ সিনেমা। এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন পুনম। আর তার বাবার চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা সুনীল দত্ত। পর্দার বাবা সুনীলকে বাস্তব জীবনে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এই অভিনেত্রী। যদিও হাসির ছলে এমনটা করেছিলেন পুনম। এ সিনেমা যখন মুক্তি পায় তখন সুনীলের বয়স ছিল ৫৫ বছর। সেই সময়ে সুনীলকে পুনম বলেছিলেন, “আপনি যদি আরেকটু যুবক হতেন, তবে সম্ভবত আপনাকে বিয়ে করতে চাইতাম।”
সালমানও মন কেড়েছিলেন পুনমের
অন্য একটি সাক্ষাৎকারে পুনম স্বীকার করেন যে, সালমান খানের উপর ক্রাশ ছিল তার। এ অভিনেত্রীর ভাষায়, “সেলিম খানের বাড়িতে প্রথম সালমানকে দেখি। তখন তাকে খুব ‘কিউট’ লেগেছিল।” যদিও সালমান খানের চেয়ে চার বছরের বড় পুনম। এই অভিনেত্রীর এমন সরল স্বীকারোক্তি ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে।
পুনমের ব্যক্তিগত জীবন
পর্দার বাবা সুনীল দত্তকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলেও বাস্তব জীবনে তাকে বিয়ে করেননি পুনম। বরং জীবনসঙ্গী হিসেবে বেছে নেন চলচ্চিত্র প্রযোজক অশোক ঠাকেরিয়াকে। ১৯৮৮ সালে সাতপাকে বাঁধা পড়েন তারা। তবে নয় বছর পর অর্থাৎ ১৯৯৭ সালে ভেঙে যায় এই সংসার। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। তারা হলেন— পালোমা (কন্যা) ও আনমোল (পুত্র)। দুই সন্তানকে সিঙ্গেল মাদার হিসেবে মানুষ করেছেন। এর আগে একাধিক সাক্ষাৎকারে পুনম তার বিয়ে, সন্তানদের লালনপালন নিয়ে খোলামেলা কথাও বলেছেন।
পুনমের পারিবারিক জীবন
পুনমের জন্ম কানপুরে। তবে বেড়ে উঠেছেন চণ্ডীগড়ে। পুনমের বাবা সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন। তার মা ছিলেন স্কুলের অধ্যক্ষ। দুই ভাইবোনসহ চণ্ডীগড়েই থাকতেন পুনম। তিন ভাই-বোনই পড়াশোনায় তুখোড় ছিলেন। তবে পুনম অভিনয়ে পা রাখেন। ১৯৭৮ সালে যশ চোপড়া পরিচালিত ‘ত্রিশূল’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। প্রথম সিনেমায় সহশিল্পী হিসেবে পান—অমিতাভ বচ্চন, শশী কাপুর, সঞ্জীব কুমার, হেমা মালিনীর মতো তারকাদের।
পুনমের উল্লেখযোগ্য সিনেমা
১৯৭৯ সালে মুক্তি পায় পুনমের ‘নুরি’ সিনেমা। এ সিনেমার জন্য পুনমকে মনে রেখেছেন অনেক দর্শক। এতে তার সহশিল্পী ছিলেন ফারুক শেখ, মদন পুরির মতো তারকারা। রাজেশ খান্নার সঙ্গে ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেন। এগুলো হলো—‘রেড রোজ’, ‘দার্দ’, ‘নিশান’, ‘জামানা’, ‘আওয়াম’, ‘শিব শংকর’। তাছাড়া অন্য অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছেন পুনম। তার মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘ইয়ে ওয়াদা রাহা’, ‘রোমান্স’, ‘সোনি মাহিওয়াল’, ‘তেরি ম্যাহেরবানিয়া’, ‘ছামুন্দার’, ‘ছাভেরেওয়ালি গাড়ি’, ‘কার্মা’, ‘নাম’, ‘মালামাল’ প্রভৃতি।
পুনমের বর্তমান হালচাল
রাজনীতিতে যোগ দিয়েছেন পুনম। বর্তমানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুম্বাইয়ের ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন পুনম। ২০০৪ সালে এই দলে যোগ দেন। সম্প্রতি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিচ্ছেন। কুষকদের কল্যাণ ও নারী ক্ষমতায়নের মতো বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। রাজনীতির পাশাপাশি বিনোদন জগতেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন পুনম। এগুলো হলো—পাঞ্জাবি ভাষার ‘মাধনিয়া’ (২০২৫), হিন্দি ভাষার এক কৌরি প্রেম কাহানি’ (২০২৪)। তাছাড়া নিজস্ব ইভেন্ট ও চলচ্চিত্র প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেছেন এই অভিনেত্রী। এসব নিয়েই ব্যস্ত সময় পার করছেন তেষট্টির পুনম।
তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম, টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



