বিনোদন ডেস্ক : নুসরাত ফারিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই অভিনেত্রীর বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
রবিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরবর্তীতে তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের বক্তব্য
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা রয়েছে। সেই মামলার কারণে তাকে ইমিগ্রেশন থেকে আটকে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “ফারিয়াকে আটক করা হয়েছে কারণ তার বিরুদ্ধে মামলা রয়েছে। তবে মামলায় তার সংশ্লিষ্টতা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাকে ‘আটক’ হিসেবেই গণ্য করা হয়েছে।”
গ্রেপ্তার নাকি আটক?
এদিকে ভাটারা থানার এক পুলিশ সূত্র দাবি করেছে, নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রথমে থানায় নেওয়া হলেও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
রাস্তার উপর ৫০০ টাকার নোট, উত্তরপ্রদেশে ‘নোটবৃষ্টি’ ঘিরে চাঞ্চল্য
নুসরাত ফারিয়ার ক্যারিয়ার
নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের একাধিক সিনেমায় কাজ করেছেন। পাশাপাশি তিনি মডেলিং ও সঞ্চালনাতেও সক্রিয় রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।