Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home পরীমণির অন্তরঙ্গ ছবি ভাইরাল , প্রশ্ন করতেই হেসে দিলেন সাদী
বিনোদন

পরীমণির অন্তরঙ্গ ছবি ভাইরাল , প্রশ্ন করতেই হেসে দিলেন সাদী

Shamim RezaMarch 7, 20253 Mins Read
Advertisement

বিনোদন ডেস্ক : খুব বেশি সময় হয়নি চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির বৈবাহিক সম্পর্কের যবনিকা ঘটেছে। এরপর দুজনে যে যার মতো নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সম্প্রতি জানা গেল, নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরীমণি। ঢালিউডের আলোচিত এই তারকা অভিনয়ে নৈপুণ্যের চেয়ে প্রেম কিংবা ভালোবাসার সম্পর্কে জড়ানোর কারণে বরাবরই বেশি আলোচিত। বুধবার (৫ মার্চ) রাতেও তেমনি এক ঘটনায় আবার আলোচনায় পরীমণি।

পরীমনি

বুধবার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন পরীমণি। একই ছবি শুক্রবার (৭ মার্চ) নিজের ফেসবুক আইডির কভার ফটো করেছেন পরীমণি। ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে….আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…।’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় পরীমণির এই পোস্ট। অনুরাগীদের কল্পনা আর গুঞ্জনের তীব্রতা বেড়ে যায়। নানা প্রকার মন্তব্যে মুখর হয়ে ওঠেন অনুরাগীরা। সবাই ধারণা করে নেন বসন্তের বাতাস বইছে পরীমণির মনে।

যদিও ভালোবাসার মানুষকে এখনো প্রকাশ্যে আনেননি তিনি। কেবল তার হাতটাই দেখা গেছে। হাতে রয়েছে ঘড়ি। সবার একটাই কথা, তাহলে পরীমণির নতুন এই প্রেমিক কে? নতুন প্রেমিকের খোঁজ নিতে গিয়ে জানা যায়, সে আর কেউ নন, পরীমণির জামিনদার তরুণ গায়ক শেখ সাদী। হাতে থাকা ঘড়ির কারণে সেই মানুষটির পরিচয়টা সামনে এসেছে। কারণ হিসেবে, তরুণ গায়ক শেখ সাদীর ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমণি যার বুকে মাথা রেখেছেন, সেই মানুষটির হাতঘড়ির মিল পাওয়া গেছে। তা ছাড়া এই দুই তারকার কাছের একাধিক সূত্র জানিয়েছে, পরীমণি নতুন করে প্রেমে মজেছেন শেখ সাদীর। তারা দুজনে একসঙ্গে মনের আনন্দে ঘুরে বেড়ানও। প্রেমিক সাদীকে পেয়ে পরীমণিও বেশ ফুরফুরে মেজাজে আছেন।

এ বিষয়ে তরুণ গায়ক শেখ সাদীকে প্রশ্ন করা হলে প্রথমে তিনি হেসে দেন। তারপর তিনি এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চান না বলে জানান। সামাজিক মাধ্যমে পরীর পোস্ট করা ছবিতে হাতঘড়ি মিলের বিষয়ে তিনি ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‌‘কোম্পানী হাতঘড়ি কি একটিই বানিয়ে নাকি, একই হাতঘড়ি তো দুজন মানুষ পরতেই পারে।’ ছবিতে পরীর সঙ্গের ব্যক্তিটি আপনিই কিনা জানতে চাইলে সাদী বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলতে চাই না।’

এদিকে, মাসখানেকের বেশি সময় ধরে শোনা যাচ্ছিল, শেখ সাদীর সঙ্গেই পরীমণি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যে কারণে ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। রহস্যময় ছবিটি পোস্ট করার পর থেকেই ফেসবুকে বিভিন্ন গ্রুপ, পেইজে নেটিজেনরা শেখ সাদী ও পরীমণির ‘ভাইরাল’ সেই ছবি নিয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন। কেউ লিখেছেন, শেখ সাদীকে আর আড়ালে রাখতে পারলেন না পরীমণি। কেউ আবার পরীমণি-সাদীর প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন। নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার লিখেছেন, ভালোবাসা বেঁচে থাকুক ভালোবাসায়।

পরীমণির পোস্ট করা সেই ছবিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে ৯০ হাজারের বেশি। মন্তব্য এসেছে ২৭ হাজারের কাছাকাছি এবং শেয়ার হয়েছে পাঁচ শতাধিক। পরীমণি এর আগেও একাধিকবার শেখ সাদীকে কৌশলে সবার সামনে পরিচয় করিয়েছেন। ফেসবুক পোস্ট, ভিডিওতে নানাভাবে সাদীকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

নাটক দিয়ে শুরুটা হলেও পরীমণি চলচ্চিত্রে কাজ করে আলোচনায় আসেন। অভিনয়জীবনের শুরুতেই ৩০টির বেশি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে সবাইকে চমকে দেন এই তারকা। তবে চুক্তিবদ্ধ হওয়া সেসব ছবির অনেকগুলোর কাজ চুক্তিসই পর্যন্ত ছিল। গত ১০ বছরের অভিনয়জীবনে দুই ডজনের বেশি ছবিতে কাজ করেছেন। এক ‘স্বপ্নজাল’ ছাড়া পরীমণির জীবনে মনে রাখার মতো কোনো চলচ্চিত্র আসেনি বলেও মত দিয়েছেন চলচ্চিত্র-সংশ্লিষ্টরা। ভালো মানের একাধিক চলচ্চিত্রে সুযোগ পেলেও অভিনয়ে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি।

ঘণ্টা প্রতি এসিতে বিদ্যুৎ বিল কত টাকা আসে?

অভিনয় দিয়ে সেই অর্থে আলোচনায় না এলেও ব্যক্তিগত জীবন বরাবরই পরীমণিকে রেখেছে তুমুল আলোচনায়। চলচ্চিত্র-সংশ্লিষ্টদের মতে, দেখতে সুন্দরী পরীমণি যদি অভিনয়টা আন্তরিকভাবে করতেন, তাহলে ব্যক্তিজীবন ছাপিয়ে অভিনয়ের কারণে মানুষের মনে থাকতেন বেশি, যদিও এখন পর্যন্ত তা হয়নি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অন্তরঙ্গ করতেই ছবি দিলেন পরীমণির পরীমণির অন্তরঙ্গ ছবি প্রশ্ন বিনোদন ভাইরাল সাদী হেসে
Related Posts
ওয়েব সিরিজ

গোপনে গোপনে বাড়ে আকর্ষণ, নেট দুনিয়ায় ঝড় তুললো এই ওয়েব সিরিজ!

December 16, 2025
নতুন ওয়েব সিরিজ

নতুন ওয়েব সিরিজে সম্পর্কের টানাপোড়েন, রহস্যে ভরা কাহিনি!

December 16, 2025
সাদিয়া আয়মান

লাল বেনারসিতে সাদিয়া আয়মান, নেপথ্যে কী?

December 16, 2025
Latest News
ওয়েব সিরিজ

গোপনে গোপনে বাড়ে আকর্ষণ, নেট দুনিয়ায় ঝড় তুললো এই ওয়েব সিরিজ!

নতুন ওয়েব সিরিজ

নতুন ওয়েব সিরিজে সম্পর্কের টানাপোড়েন, রহস্যে ভরা কাহিনি!

সাদিয়া আয়মান

লাল বেনারসিতে সাদিয়া আয়মান, নেপথ্যে কী?

ধর্ষণের মামলায় নোবেলের বিরুদ্ধে চার্জশি

নোবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল

কনার গানে নাচলেন নোরা ফাতেহি

কনার ‘মেহেন্দি’ গানে নাচলেন নোরা ফাতেহি

সুপারস্টার অক্ষয় কুমার

আড়াই-তিন হাজার কোটি টাকার মালিক! তবু মধ্যবিত্তদের এই একটি স্বভাব বড্ড মিস করেন অক্ষয় কুমার

আবারও বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন মেহজাবীন

গায়ক নোবেল

বিয়ে করেও ধর্ষণ মামলা থেকে মুক্তি পাচ্ছেন না গায়ক নোবেল

পরীমণি

‘বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে’

ওয়েব সিরিজ

রোমান্সের ছোঁয়ায় ভরপুর এই ওয়েব সিরিজ, দেখার আগে জেনে নিন!

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.