বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার লাস্যময়ীকন্যা পরীমণি ব্যক্তিগত জীবনে প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময়ে মুখরোচক খবর রটেছে। সর্বশেষ তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন চাউর হয়।
পরীমণি-সাদীর সম্পর্কের ইস্যু নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে। এবার শেখ সাদীর একটি ফেসবুক পোস্ট আলাদাভাবে নেটিজেনদের নজর কেড়েছে। যেখানে ‘পরী’র প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেছেন সাদী।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজের কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন শেখ সাদী। এসব ছবির ক্যাপশনে ইংরেজি ভাষায় দুটি বাক্য লেখেন। যার বাংলা অর্থ দাঁড়ায়— “মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য।” সাদীর এই পোস্ট ঢালিউড চিত্রনায়িকা পরীমণিরও নজরে পড়েছে। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরীমণি লেখেন, ‘ওহ’।
১ বছরেই ১৫ কোটি Smartphone বিক্রি, সেরা ১০টি Mobile Brand এর তালিকা!
এরপর থেকে পরীমণি-সাদীর সম্পর্কের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। সাদীর পোস্টে অনুরাগীরা মন্তব্য করছেন। একজন লেখেন, “দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল।” আরেকজন লেখেন, “আমাদের সন্দেহ ঠিক ছিল।” অপর আরেকজন লেখেন, “আগেই ধারণা করেছিলাম আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল!”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।