বিনোদন ডেস্ক : শরিফুল রাজ ও পরীমণির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর হয়ে গেল। পরীর কাছেই বড় হচ্ছে পুত্রসন্তান পুণ্য। বিচ্ছেদের পর থেকেই রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ রাজ-পরীর। তবে সম্প্রতি পরীর বাসায় গিয়েছিলেন রাজ। আর তা হয়েছে খবরের শিরোনামেও। বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন এই চিত্রনায়িকা নিজেই।
জানান, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নেওয়ার জন্য পরীর বাসায় পা রাখেন রাজ। ছিলেন অনেকক্ষণই। ছেলের সঙ্গে খেলা করার পাশাপাশি একসঙ্গে খাওয়া-দাওয়াও করেন তারা।
এর মধ্যেই কথা রটেছে, তবে কি এক হচ্ছেন রাজ-পরী। ঢালিউডে যখন এই আলোচনা সবার মুখে মুখে, তখন পরীর একটি স্ট্যাটাস নিয়ে দানা বেঁধেছে রহস্য।
আজ শনিবার ফেসবুকে এই নায়িকা লিখেছেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়!’
সামাজিকমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে পরীর এই পোস্ট। অনেকে জানতে চাইছেন- ‘কাকে বাসার দারোয়ানই ঢুকতে দিবে না’ কিংবা ‘কে খাইলো তোমার রান্না স্বপ্নে?’
এমন এক প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নিমকহারাম!’
তবে নায়িকার পোস্টে নির্দিষ্ট কারও নাম উল্লেখ না থাকলেও নেটিজেনদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে প্রাক্তন স্বামী শরিফুল রাজকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে পরীমণির হাতে রয়েছে নির্মাতা অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের কাজ। ক’দিনের মধ্যেই এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই’র জন্য নির্মিত হচ্ছে এটি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel