বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। যার ব্যক্তিজীবন মানেই নানা ঘটনা, নানা বিতর্ক। প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন পরী।
যে কারণে এই নায়িকার ব্যক্তিজীবন নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহের পরিমাণটা একটু বেশি। পরীমণি কার সঙ্গে প্রেম করছেন, কাকে বিয়ে করতে চলেছেন…এসব জানার চেষ্টায় মুখিয়ে থাকেন নেটিজেনরা।
বিভিন্ন সময় বিভিন্ন তারকা, ব্যক্তির সঙ্গে পরীকে ঘিরে প্রেমের গুঞ্জন রটেছে। সম্প্রতি অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে নায়িকাকে সিনেমার প্রচারে কিংবা বিভিন্ন আয়োজনে দেখা গেছে।
বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রশ্নের মুখে পড়েছিলেন পরী। যেখানে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে-কলকাতায় যেখানে আপনি সেখানেই পাশে অভিনেতা জয় চৌধুরী….!
জবাবে হেসে ওঠেন পরীমণি। তারপর বলেন, ‘‘আরে আরে! কী যে বলেন। ও তো আমার বান্ধবীর স্বামী। ওর বউ আমার বন্ধু, আমার বোন। জয় তাই ‘দুলাভাই’, আপনাদের ভাষায় জামাইবাবু।’’
পরী চান না জয়ের সঙ্গে তাকে জড়িয়ে কোনো গুঞ্জনের সৃষ্টি হোক। আনন্দবাজারের পাল্টা প্রশ্নের জবাবে অভিনেত্রী আবারও বললেন, ‘সত্যিই আমাদের মধ্যে খুবই মিষ্টি সম্পর্ক। খুব মজা করি আমরা। দোহাই, কলকাতায় আবার এই গুঞ্জনটা যেন ছড়িয়ে দেবেন না! সাংবাদিকদের বড় ভয় (হাসি….)।’
Vivo V60 Ultra: 250MP ক্যামেরা ও 130W ফাস্ট চার্জিংসহ নতুন 5G স্মার্টফোন
পরী কি তাহলে আর প্রেমের সম্পর্কে জড়াচ্ছে না? অভিনেত্রীর সহজ উত্তর, ‘আমার প্রেম হলে দেখি অনেকের মন-টন ভেঙে যায়। আমি কারও হবো না— তাতে লোকে খুশি। একজন কারও হলেই বিশাল ব্যাথা! তাই সকল অনুরাগীদের জানাচ্ছি, আমি কারও নই বাবা! তোমরা খুশি থাকো (হাহাহা)।’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.