পরীমনি হাত বাড়িয়ে দিলেও ধরলেন না সিয়াম

পরীমনি ও সিয়াম

বিনোদন ডেস্ক : গত অক্টোবরে দামাল সিনেমা মুক্তির আগে এক অনুষ্ঠানে অভিনেতা রাজকে অভিনেত্রী মিমের হাত ধরে থাকতে দেখা গিয়েছিল। পাশেই কারও হাত না ধরেই দাঁড়িয়ে ছিলেন সিয়াম।

পরীমনি ও সিয়াম

এমন একটি ছবি শেয়ার করে রাজের স্ত্রী ও অভিনেত্রী পরীমনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন— সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখিনি কোনো দিন। তার এ ব্যাপারটি আমার হেব্বি লাগে।

পরীর সেই ‘হেব্বি’ লাগার বিষয়টি ঠিক রাখতে অভিনেত্রীর হাত ধরলেন না সিয়াম। মঙ্গলবার রাজধানীর মহিলা সমিতিতে এ ঘটনা ঘটে।

সিয়াম-পরী জুটি অভিনীত অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার পোস্টার ও ট্রেইলার প্রকাশ অনুষ্ঠান ছিল সন্ধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন দুজনেই।

একপর্যায়ে সিয়াম ও পরীকে দর্শক সারি থেকে মঞ্চে ডাকা হয় অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। দুজনেই উঠেন মঞ্চে যাওয়ার জন্য। ছোট্ট সিঁড়ি দিয়ে সিয়াম মঞ্চে উঠে যাচ্ছিলেন আগেই। এ সময় সিয়ামের দিকে হাত বাড়িয়ে দেন পরী।

কিন্তু সিয়াম হাত না ধরে পরীকে হাসি মুখে বলেন, তুমিই তো বলেছ— আমি অন্য নায়িকার হাত ধরি না।

এই জঘণ্য কাজটি করলে জন্ম হতে পারে হিজড়া সন্তান

এ কথা বলে হাসতে হাসতে সিয়াম ওঠে যান। পরীমনিও সিয়ামের সঙ্গে হাসিতে মজেন। সেখানে সিনেমাটি নিয়ে নিজেদের অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে শেয়ার করেন তারা।