আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খ্যাতনামা চিত্রনাট্যকার ও পরিচালক খলিলুর রহমান কামারকে হানি ট্র্যাপের মাধ্যমে অপহরণের মামলায় তিনজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন সন্ত্রাসবিরোধী আদালত। সোমবার বিচারক আরশাদ জাভেদ এই রায় ঘোষণা করেন, জানিয়েছে ডেইলি পাকিস্তান।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আমনা উরুজ, মামনুন হায়দার এবং জিশান। তবে মামলার অন্যান্য অভিযুক্তদের আদালত খালাস দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের জুলাই মাসে খলিলুর রহমানকে লাহোরের একটি বাসায় আমনা উরুজ নামের এক নারী চিত্রনাট্য বিষয়ক আলোচনার কথা বলে আমন্ত্রণ জানান। তিনি নিজেকে নাট্যকারের একনিষ্ঠ ভক্ত বলেও দাবি করেন।
খলিলুর রহমান ভোর ৪টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে, কিছু সময়ের মধ্যেই একদল সশস্ত্র ব্যক্তি বাসায় ঢুকে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তার কাছ থেকে ৬০ হাজার নগদ টাকা, একটি আইফোন ১১, ব্যাংকের এটিএম কার্ড ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেয়া হয়।
পরে অপহরণকারীরা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দুই লাখ রুপি তুলে নেয় এবং আরও এক কোটি রুপি মুক্তিপণ দাবি করে; দাবি পূরণ না হলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
খলিলুর রহমান পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত প্রকাশ করলে বিষয়টি গুরুত্বসহকারে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে ২১ জুলাই থানায় এফআইআর দায়ের করা হয় এবং এরপর গ্রেফতার ও বিচারিক প্রক্রিয়া শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।