বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আপনি কারও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখবেন, অথচ তিনি টের পাবেন না, কী করে এমনটা সম্ভব? শুনে অবাক লাগলেও হোয়াটসঅ্যাপের ট্রিকসবা কৌশলের মাধ্যমেই সত্যিই এমনটা হতে পারে। অর্থাৎ আপনি কার্যত লুকিয়েই অন্য হোয়াটসঅ্যাপ ইউজারের স্ট্যাটাস দেখতে পাবেন। আর তিনি টেরও পাবেন না। এর জন্য সহজ কয়েকটি পদ্ধতি অনুসরণ করলেই মুশকিল আসান হবে।
দেখে নিন কী কী করতে হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএসদুই ভার্সানেই অন্যকে না জানিয়ে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখার সুযোগ রয়েছে ইউজারদের কাছে।
যদি ইউজারের হোয়াটসঅ্যাপের সেটিংসে read receipts অথবা viewing it offline এই অপশন ডিসেবল করা থাকে তাহলেই কাউকে না জানিয়ে আপনি তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবেন। এর পাশাপাশি ইউজার hidden WhatsApp Status folder অপশন চেক করে রাখতে পারেন। এক্ষেত্রে সরাসরি স্ট্যাটাস দেখতে পাবেন না ইউজার।
আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ খুলতে হবে প্রথমে।
ডানদিকের কোণে থাকা তিনটে ডটে ট্যাপ করে মেনু অপশন খুলতে হবে। এরপর ট্যাপ করতে হবে সেটিংসে এবং অ্যাকাউন্ট ওপেন করতে হবে বা খুলতে হবে। এরপরের ধাপে প্রাইভেসি সিলেক্ট করে তারপর read receipts অপশন ডিসেবল করতে হবে।
ইউজারদের সুবিধার্থে এবং সুরক্ষার খাতিরে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বেশ কয়েকটি ফিচার লঞ্চ করতে চলেছে। হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স ইমেজ বা ভিডিওর ক্ষেত্রে ইউজাররা স্ক্রিনশট নিতে পারবেন না, এমনই এক ফিচার চালু হতে চলেছে।
মেটা অধিকৃত মেসেজিং অ্যাপ এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা আগেই শুরু করেছিল। এতদিন আইওএস ভার্সানে এই ফিচারের টেস্টিং চলেছে। এবার অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে হোয়াটসঅ্যাপের এই ফিচারের টেস্টিং শুরু হয়েছে বলে জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপে এই ফিচার চালু হলে ভিউ ওয়ান্স ইমেজ বা ভিডিওর ক্ষেত্রে ইউজাররা আর স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন না।
মূলত ইউজাররা যাতে নিজেদের কথোপকথনের উপর আরও বেশি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন এবং হোয়াটসঅ্যাপ কনভারসেশন সুরক্ষিত থাকে সেইজন্যই এই ফিচার চালু হতে চলেছে বলে জানিয়েছেন মেটা- র প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকেরবার্গ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।