সুয়েব রানা, সিলেট : অবৈধভাবে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে সিলেট গোয়াইনঘাটে সোনাটিলা নামক স্থানে আটক হওয়া ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে।
(২৫ ডিসেম্বর) বুধবার বাংলাদেশের ১৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডাউকি পুলিশ স্টেশনের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, তাদের আটকের পর ডাউকি পুলিশ স্টেশনে সোপর্দ করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ স্টেশনে আছেন। এমন কি সিলেট-৪৮ বিজিবির পক্ষ থেকে আটকের বিষয়টি ও পুরোপুরি ভাবে নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার ফারুক ইসলামের ছেলে সাজু আহমদ (২০), গোয়াইনগাট উপজেলার বড়হাল গ্রামের আইয়ুব আলীর ছেলে শামীম (২১), সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ (২২), জৈন্তাপুর উপজেলার মোস্তফা মিয়ার ছেলে সজিব (১৯), গুচ্চগ্রামের জামালের ছেলে মোবারক (১৯), এলালের ছেলে আরিফ (১৯), দুলতিপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম (১৯), শ্রীপুর গ্রামের জামরুলের ছেলে রুবেল (২৫), গোয়াইনঘাটের শান্তিনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম (১৯), জৈন্তাগ্রামের বিলাল হোসাইনের ছেলে রুহুল (২০), গুচ্ছ গ্রামের আব্দুল্লাহর ছেলে রনি (১৯), বশিরের ছেলে সোহাগ (১৯), তামাবিল গ্রামের মতিনের ছেলে নয়ন (১৯)।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। বিএসএফ জানিয়েছে, ২৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে বাংলাদেশের তামাবিল এলাকার বিপরীতে ভারতের ডাউকির আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ১৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে আটক করা হয়েছে। পরে তাদের ডাউকি থানায় হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।