বিনোদন ডেস্ক : বেশি কিছুদিন ধরে সাকিব আল হাসান ও পরীমণির ফেসবুক অনুসারী সমানে সমান ছিল। এরপর গত আগস্টে বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীদের সবচেয়ে এগিয়ে থাকা নামটি হয়ে যায় বাংলাদেশি ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের। ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে টপকে নিয়ে এগিয়ে যান সাকিব।
এদিকে সাকিবের অনুসারীর সংখ্যা এক কোটি ৬০ লাখ হলেও বুধবার (১১ অক্টোবর) তার সেই রেকর্ডের ঘরে নিজের নাম লেখান পরীমণি। এ নায়িকার এদিন অনুসারীর সংখ্যা এক কোটি ৬০ লাখে পৌঁছেছে। এদিন দুজনের ফেসবুক পেজে ঘুরে এমনটাই দেখা গেছে।
বাংলাদেশের পোস্টার বয় সাকিবের ফেসবুক পেজ থেকে ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এদের মধ্যে চার ব্যক্তি হচ্ছেন ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল এবং আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। আর বাকি দুটি হচ্ছে প্রতিষ্ঠান।
অন্যদিকে পরীমণির ফেসবুক পেজ থেকে দেশ-বিদেশের ১৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এর মধ্যে একজন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। অর্থাৎ দুই অঙ্গনের এ দুই তারকাই লিওনেল মেসির অনুসারী।
সাকিব এই মুহূর্তে ব্যস্ত ওয়ানডে বিশ্বকাপ নিয়ে। তার নেতৃত্বে বাংলাদেশ দল প্রতিদ্বন্দ্বিতা করছে বিশ্বকাপের আসরে। অন্যদিকে পরীমণি ব্যস্ত আছেন শুটিং নিয়ে। মাতৃত্বকালীন বিরতি শেষে মাঠে নেমেছেন একগুচ্ছ ছবি নিয়ে। এই ফেরা-কে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস বলে আখ্যায়িত করেছেন তিনি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel