৭ দিনের প্রেমেই বিয়ে, এত দিন পর যা বললেন পরীমনি

বিনোদন ডেস্ক: গেল বছরজুড়েই পরীমনি নতুন নতুন খবর জন্ম দিয়েছেন। বছরজুড়েই আলোচিত ছিলেন তিনি। ঢালিউড কুইন ছিলেন খবরের শিরোনামে।

তবে নতুন বছরের শুরুতেই দুটো খবর দিয়ে ভক্ত-অনুরাগীদের সবচেয়ে বড় চমক দেন পরীমনি নিজেই।

জানান, মাত্র সাত দিনের প্রেমে বিয়ে সেরে ফেলেছেন তিনি। এ খবর হজম হওয়ার আগে পরীমনি জানান, তিনি এখন সন্তানসম্ভাবা।

আর তার সন্তানের বাবা ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত অভিনেতা শরিফুল রাজ।

গত বছরের অক্টোবরে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুণিন’ সিনেমায় কাজ করেছিলেন দুজনে। এ সিনেমার কাজের ফাঁকেই ঘনিষ্ঠতা ও প্রেম। আর পরিচয়ের মাত্র এক সপ্তাহ পরই বিয়ে করেন রাজ-পরী।

খুব কম সময়ে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়াকে পরীমনি-রাজের নিছক পাগলামি মনে হয়েছে অনেকের কাছে।

যদিও পরীমনি তেমনটি ভাবেন না। তার কাছে এটিকে প্রেম বলে।

শনিবার এক ফেসবুক পোস্টে ভক্ত-অনুরাগীদের সে কথাই জানালেন পরীমনি।

রাজের সঙ্গে নিজের রোমান্টিক মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করে এ নায়িকা লিখেছেন— ‘প্রেমে যদি পাগলামি না থাকে, তবে সেটি প্রেমই নয়’।

পরীমনির আপলোড করা ছবিগুলো কক্সবাজারের হিমছড়ির ‘মুন নেস্ট’ রিসোর্টে নিজেদের শয়নকক্ষের। তাদের জন্য কক্ষ বিশেষভাবে সাজানো হয়েছে। যেমনটি হানিমুন কাপলদের জন্য করা হয়।

স্বামী রাজের সঙ্গে কক্সবাজারে মনোমুগ্ধকর পরিবেশে উপভোগ করছেন এ মুহূর্তে তিনি।

বিয়ের পর এটিই তাদের একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া। বলা চলে, এটিই রাজ-পরীর হানিমুন।

ঈদটা সেখানেই উদযাপন করেছেন পরী-রাজ। গত ২ মে থেকে সেখানেই অবস্থান করছেন এ যুগল।

পরীমনির ইচ্ছা ছিল কক্সবাজারে প্রথম ঈদ করবেন। জীবনসঙ্গীর আশা পূরণ করেছেন রাজ।

বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে নানা রকম ছবি প্রকাশ করলেন, সঙ্গে বেবি বাম্পের ছবিও। হালকা লিপস্টিক আর চশমা পরে সবুজ গাউনে হাজির হন মাতৃত্বকালীন পোজে।

ছবিতে দেখা যায়, সযত্নে বেবি বাম্প আগলে রেখেছেন পরিমনি।

ঈদের ছুটি কাটিয়ে শিগগির ঢাকায় ফিরবেন রাজ-পরী। কদিন পরেই নতুন অতিথি আসবে পরী-রাজের জীবনে।

মারা গেলেন বক্স অফিসে তুফান চালানো ‘কেজিএফ’ অভিনেতা