ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’র থেমে থাকা কাজ আবার শুরু করার ঘোষণা দিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে চট্টগ্রামে বাকি অংশের শুটিং শুরু হবে, যেখানে প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন পরীমনি।

এর আগে ২০২০ সালের শেষের দিকে সিনেমার কাজ শুরু হয়েছিল। তখন প্রায় ৩০ শতাংশ শুটিং শেষ হয়, যার বেশিরভাগই ছিল ঢাকার অংশ। ২০২১ সালে প্রীতিলতা বেশে পরীমনির ফার্স্টলুক প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। মাঝে পরীমনির মাতৃত্বকালীন বিরতিসহ নানা কারণে কাজ আটকে থাকলেও এখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন। সব ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামের লোকেশনে বাকি অংশের শুটিং শুরু হবে।
সামাজিক মাধ্যমে পরীমনির সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক রাশিদ পলাশ। পোস্টে নির্মাতা লিখেছেন—এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬। সেই পোস্টের নিচে পরীমনি মন্তব্য করে বলেছেন, ‘আমিও প্রস্তুত আছি’। এর মাধ্যমেই স্পষ্ট হয় যে, সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবারও প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন অভিনেত্রী পরীমনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


