পরিণীতির বাগদান ১৩ মে, দাওয়াত পেলেন ১৫০ জন

পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক : অবশেষে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বাগদানের গুঞ্জন সত্যি হতে চলেছে। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার ঘরনী হতে চলেছেন এই অভিনেত্রী। তবে তার আগে ঘটা করে তাদের বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পরিণীতি চোপড়া

দিল্লিতে আগামী ১৩ মে বাগদান সারবেন পরিণীতি।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তারা একসঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছিলেন। এদিন বিমানবন্দরে পরিণীতি আর রাঘবকে একই গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল। এদিন পরিণীতির পরনে ছিল লাল রঙের কুর্তি আর পালাজ্জো, চোখে কালো রোদচশমা।

রাঘবকে কালো রঙের শার্ট-প্যান্টে দারুণ সুদর্শন লাগছিল। মুম্বাই থেকে এই জুটি দিল্লিতে পাড়ি জমিয়েছিলেন। কারণ, এই শহরেই নাকি বসতে চলেছে তাঁদের বাগদানের আসর।

এ যেন সোনার ফসল, একটি আমের দাম ১৯ হাজার টাকা

জানা গেছে, ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে পরিণীতি আর রাঘবের বাগদান পর্বে। এদিন দুই পরিবারের আত্মীয়স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব হাজির থাকবেন। সম্পূর্ণ পাঞ্জাবি রীতিনীতি মেনে পরিণীতি আর রাঘবের বাগদান পর্ব সারা হবে।