জুমবাংলা ডেস্ক : একজন রাজনীতির লোক, অন্যজন বলিউড অভিনেত্রী। দেখা হয়েছিল পাঞ্জাবে। একজন গিয়েছিলেন ছবির শুটিং করতে। অন্যজন গিয়েছিলেন ভোটের প্রচারে।সেখান থেকেই শুরু।
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার বিয়ের দিকে নজর এখন সবার। রোববার তাদের চার হাত এক হবে।
দীর্ঘ দিন প্রেমের পর গত ১৩ মে আংটি বদল করেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সেই আয়োজনে অবশ্য প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন।
পরিণীতি চোপড়া ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহল’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তাকে দেখা গেছে ‘ইশাকজাদে’, ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘হাসি তো ফাঁসি’, ‘গোলমাল এগেইন’, ‘উঁচাই’ ইত্যাদি ছবিতে।
অন্যদিকে ৩৩ বছর বয়সী রাঘব চাড্ডা আগে দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। বর্তমানে তিনি পাঞ্জাব থেকে আসা সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় রয়েছেন।
বলিউডে নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা অনেকেরই স্কুলের গণ্ডি পার করেনি। কিন্তু পরিণীতি সেই জায়গায় উচ্চ শিক্ষিত। এমবিএ-ও করেছেন। তার হবু বর আপ নেতা রাঘবের ছোটবেলা কেটেছে দিল্লিতে। সেখানকার স্কুলে পড়াশোনা। তারপর বাণিজ্য বিভাগে স্নাতক করেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে।
তারপর উচ্চশিক্ষার জন্য চলে যান ইংল্যান্ডে। সেখানেই চার্টাড অ্যাকাউন্টেও ডিগ্রি পান। তারপর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে বিজনেস অ্যাডমিনেষ্ট্রেশন বিষয়ে পাশ করে দেশে ফেরেন তিনি। ফিরে রাজনীতিতে যোগ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।