Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্যাটাগোনিয়ার পরিত্যক্ত উপত্যকায় গুইডোয় খোঁজ মিলেছে চার প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের। বিজ্ঞানীদের খুঁজে পাওয়া এসব জীবাশ্মের মধ্যে একটি মেগারাপ্টর জীবাশ্মও রয়েছে।
গত কয়েক দশকের মধ্যে এই জীবাশ্মের খোঁজ অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকরা। এ বিষয়ে গবেষণার অংশ ছিল চিলির অ্যান্টার্কটিক ইনস্টিটিউট (ইনাচ)। সংস্থাটির পরিচালক মার্সেলো লেপে জানিয়েছেন, চার প্রজাতির মধ্যে মেগারাপ্টর প্রজাতির ডাইনোসরের দাঁতের জীবাশ্ম রয়েছে।
মেগারাপ্টর প্রজাতির ডাইনোসররা মাংসাশী ছিল। মাংস ছেঁড়ার জন্য তাদের ধারাল নখ ছিল। প্রায় ৬৬০ থেকে ৭৫০ লাখ বছর আগে এদের অস্তিত্ব ছিল বলে মনে করা হয়। এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।