বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পরিত্যক্ত রান্নার তেল থেকে উড়োজাহাজের জন্য টেকসই জ্বালানি তৈরির গবেষণা চালাচ্ছে স্পেন। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় স্পেনের বিমানসংস্থা আইবেরিয়া ২০৩০ সালের মধ্যে তাদের মোট ফ্লাইটের ১০ শতাংশ এ ধরনের জ্বালানিতে পরিচালনার পরিকল্পনা করেছে।
আইবেরিয়ার পরিচালক টেরেসা পারেখো জানান, স্পেনে এই খাতের ভবিষ্যৎ উজ্জ্বল এবং পরিবেশবান্ধব উড়োজাহাজ খাত তৈরি করাই তাদের লক্ষ্য। যদিও বর্তমানে এই তেল থেকে কেরোসিন তৈরির খরচ সাধারণ জ্বালানির তুলনায় তিন গুণ বেশি, তবে সরবরাহ বৃদ্ধি পেলে দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে আন্দালুসিয়ায় ইউরোপের সবচেয়ে বড় টেকসই জ্বালানি রিফাইনারি স্থাপনের কাজ চলছে, যেখানে রান্নার তেলসহ অন্যান্য বর্জ্য থেকে জ্বালানি তৈরি হবে। একইসাথে মাদ্রিদের একটি গবেষণাগারে বিকল্প জ্বালানি নিয়ে গবেষণা করছে রেপসল কোম্পানি।
জার্মান এয়ারোস্পেস সেন্টার গবেষণায় নিশ্চিত করেছে যে, রান্নার তেল থেকে তৈরি জ্বালানির ব্যবহারে ধোঁয়া কম উৎপন্ন হয় এবং পরিবেশগত প্রভাবও ইতিবাচক। ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে উড়োজাহাজে অন্তত ছয় শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশ টেকসই জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সূত্র: ডয়চে ভেলে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।