জুমবাংলা ডেস্ক : সিংহকে আমরা বনের পশুরাজ বলা হয়। এই চার পদবিশিষ্ট শিকারি প্রাণীকে দেখলে শিরদাঁড়া বেয়ে ভয়ের শীতল স্রোত নেমে আসে। তবে শুধু সিংহ নয় সিংহী দেখলেও আমদের একই রকম অনুভূতি হয়। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বাঘ, সিংহ, সিংহী, হাতি ইত্যাদি বন্য পশুদের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিংহীকে নিয়ে এমনই একটি ভয়ংকর ভিডিও নেটদুনিয়া রীতিমতো উত্তাল করে তুলেছে, যা দেখে হাজার হাজার নেটিজেন আঁতকে উঠেছেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একদল পর্যটন জঙ্গল সাফারিতে বেরিয়েছেন। পর্যটকদের সঙ্গে তাঁদের গাইডও ছিলেন। অত্যন্ত মনোরম পরিবেশে জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বেশ খোশমেজাজে ছিলেন পর্যটকের ওই দলটি। কিন্তু হঠাৎ করেই চলে আসে বিপদ। একটি বড় ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে একটি ভয়ংকর সিংহী।
New wildlife experience 😬 pic.twitter.com/1J74oTKgWW
— OddIy Terrifying (@OTerrifying) November 8, 2022
তবে সিংহী হঠাৎ করে পর্যটকদের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসতে থাকে, আর ওই পর্যটকের দল রীতিমতো ভয়ে আতঁকে ওঠেন। তবে ওই গাইড সবসময় তাদেরকে শান্ত থাকার কথা বলছিলেন। কিন্তু সিংহীকে দৌড়ে আসতে দেখে তাঁরা স্থির থাকতে পারেননি। এ যেন সাক্ষাৎ মৃত্যুর সামনাসামনি হওয়ার মতো অবস্থা। কিন্তু এরপরই সমস্ত চিত্রটাই পুরোপুরি ভাবে পাল্টে যায়।
আক্রমণ করার বদলে ওই সিংহীটি পর্যটকদের আদর করতে শুরু করে। গাড়ির মধ্যে ঢুকে গিয়ে সকলের গায়ে এবং গলায় এলিয়ে পড়ে সিংহীটি। ঠিক যেন একদম বাড়ির পোষ্য! পরবর্তীকালে ভয় কেটে যাওয়ার পর পর্যটকরাও তাকে আদর করতে শুরু করেন।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকম বিরল ঘটনা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি কোথাকার সেই বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।