পর্যটন এরিয়া দখলদারিত্বের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হতে হবে : নৌ পরিবহন উপদেষ্টা

IMG-20241218-WA0002

সুয়েব রানা, সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর,পর্যটন ঘাঠ পরিদর্শন করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ৩টায় ভোলাগঞ্জ স্থলবন্দরে উপস্থিত অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করে স্হল বন্দর চলমান কর্মকর্তাদের সাথে ও দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

IMG-20241218-WA0002

পরে ভোলাগঞ্জ ১০ নম্বর বিজিবি ক্যাম্পে উপস্থিত হয়ে পর্যটন ঘাঠে, রোপওয়ে,পর্যটন ঘাঠ এরিয়ার চলমান অবস্থা, সরকারি জায়গার অবৈধ দখলদার, সাদা পাথর পর্যটনে আসা পর্যটকসহ বিস্তর আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবি কতৃপক্ষ, সাংবাদিক, ব্যবসায়ীসহ সবার সাথে। বিভিন্ন বিষয়ে খোঁজখবরের পাশাপাশি আলোচনা করেন। শেষমেশ উপস্থিত সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিং দেন নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

তিনি উপস্থিত সকল সাংবাদিকদের বলেন, উপজেলা প্রশাসনের মাধ্যমে ভোলাগঞ্জ স্থলবন্দরে লুটপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনিভাবে পদক্ষেপ ও ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

এমনকি নৌ উপদেষ্টা আহ্বান জানান, স্থানীয় সাংবাদিকগন যৌথভাবে মিলে পর্যটন এরিয়া, স্হল বন্দর এরিয়ার অনেক জায়গা স্হানীয় ও রাজনৈতিক পরিচয়ে দখলদারিত্বের বিরুদ্ধে লেখার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি গুচর করার।

ব্রিফিংয়ে সাংবাদিকরা ধলাই নদীর উৎস মূখ খনন ও নৌবন্দরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, নৌবন্দরের বিষয়টি খতিয়ে দেখছি উপর মহলে যোগাযোগ করে তাৎক্ষণিক পরিদর্শন নদীর উৎস মূখ, নৌবন্দরের বিষয়টি খতিয়ে দেখা হবে।

দ্য বেস্ট: কারা পেলেন মেসির ভোট, মেসিকে ভোট দিলেন যারা

উক্ত সময়ে উপস্থিত ছিলেন, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মানান, অতিরিক্ত সচিব মোঃ সারোয়ার আলম, ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের এএসপি শহিদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, স্থলবন্দরের সহকারী প্রকল্প পরিচালক রুহুল আমিন, কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া প্রমুখ।