পরকীয়ার জেরে সন্তান ফেলে যাওয়া নারীর কারাদণ্ড

পরকীয়ার জেরে সন্তানকে

জুমবাংলা ডেস্ক : পরকীয়ার জেরে ৮ বছরের পুত্র সন্তানকে ফেলে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় মা সুমী খাতুনকে একবছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।

পরকীয়ার জেরে সন্তানকে

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা আফরোজ এ দণ্ডাদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম জানান, নয় বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দক্ষিণকাস্টসাগরা গ্রামের সুমী খাতুনের বিয়ে হয় পার্শ্ববর্তী পারখিদ্দা গ্রামের আব্দুর রাজ্জাকের সাথে। তিন বছর আগে চাচাতো ভাই সজীবের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন সুমী খাতুন।

২০২১ সালের ২৭ সেপ্টেম্বর স্বামীকে ছেড়ে ৮ বছরের পুত্র সন্তানকে ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ওই বছরের ২১ ডিসেম্বর আব্দুর রাজ্জাক তার স্ত্রী সুমী খাতুন ও তার পরকীয়া প্রেমিক সজীবের বিরুদ্ধে আদালতে দণ্ডবিধি ৪৯৪ ধারায় মামলা দায়ের করেন।

রক্তচোষা ছারপোকা থেকে বাঁচতে যা করবেন

দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সুমীকে এক বছরের কারাদণ্ড দেন এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। মামলার অপর আসামি সজীব হোসেনকে খালাস দেয়া হয়েছে। ওই দিন বিকেলেই অভিযুক্ত সুমী খাতুনকে কারাগারে পাঠানো হয়।