বিনোদন ডেস্ক : পরকীয়া প্রেমে আসক্ত মিষ্টি মারিয়া। এ পরকীয়া প্রেমের কারণেই জেলে যেতে হয় তাকে। বৈশাখী টেলিভিশনের সামাজিক গল্পের একটি নাটকে এভাবেই দেখা যাবে অভিনেত্রী মিষ্টি মারিয়াকে। নাটকের নাম ‘প্রায়শ্চিত্ত’।
২৫ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১০টায় নাটকটি প্রচারিত হবে। টিপু আলম মিলনের গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। মিষ্টি মারিয়া ছাড়াও এতে আরও অভিনয় করেছেন রুপক রেজা, আশরাফ কবির, আসমা প্রমুখ। সংগীত করেছেন মকসুদ জামিল মিন্টু।
নাটকের লেখক টিপু আলম মিলন বলেন, ‘কেউ কারো সাথে প্রতারণা করলে যে তার প্রায়শ্চিত্ত তাকে করতে হবে সেটাই নাটকের মূল বিষয়বস্তু। তথ্যপ্রযুক্তির এই যুগে অনেক মেয়ে আছে যারা স্বামী থাকা অবস্থাতেই বয়ফ্রেন্ড নিয়ে মেতে থাকে। পরকীয়ায় আসক্ত হয়। এমনি একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। আশাকরি সবার ভালো লাগবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।