স্যামসাংয়ের নতুন পোর্টেবল এসএসডি কার্ড

পোর্টেবল এসএসডি কার্ড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টি৭ পোর্টেবল এসএসডি কার্ডের একটি শক্তিশালী ভার্সন এনেছে স্যামসাং। টি৭ শিল্ড ৯ দশমিক ৮ ফুট উঁচু থেকে পড়লেও ভাঙবে না বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। অ্যালুমিনিয়াম বডি সুরক্ষার জন্য এর বাইরের অংশে রাবারের সুরক্ষা দেয়া হচ্ছে।

পোর্টেবল এসএসডি কার্ড

এসএসডি কার্ডটি বৃষ্টি ও ধুলা প্রতিরোধী বলেও জানা গেছে। এনগ্যাজেট

আরো পড়ুন : বিটডিফেন্ডারের ভিপিএনে নতুন আকর্ষণীয় ফিচার। বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা জোরদারে ভিপিএন পরিষেবায় বেশকিছু ফিচার যুক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটডিফেন্ডার। খবর টেকরাডার। বর্তমানে বিটডিফেন্ডার প্রিমিয়াম ভিপিএনে নতুন অ্যাড ব্লকার, অ্যান্টি-ট্র্যাকার মডেল ও হোয়াইটলিস্ট সুবিধা দেয়া হয়েছে।

ভিপিএন

বিটডিফেন্ডার পরিচালিত সাম্প্রতিক এক গবেষণার তথ্যানুযায়ী, ৬১ শতাংশ গ্রাহক ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে কোনো ভিপিএস সার্ভিস বা অ্যান্টি-ট্র্যাকার, ৪৪ শতাংশ কোনো অ্যাড ব্লকার ও ৪৪ শতাংশ কোনো নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করে না।

পার্সোনাল হেলিকপ্টার ভাড়া নিতে চান, হেলিকপ্টারের দাম ও তেল খরচ