আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিজের পোষা টিকটিকির কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কলোরাডোর বাসিন্দা ৩৪ বছর বয়সী ওই ব্যক্তির দুটি পোষা টিকটিকি ছিল। মাংসাশী সরীসৃপ প্রাণি দুটো যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্থানীয়।
খবর অনুসারে, তাদের কামড় সাধারণত মানুষের জন্য মারাত্মক নয়। গত ১২ ফেব্রুয়ারি সোমবার যে প্রাণিটি ওই ব্যক্তিকে কামড় দিয়েছিল সেটি ছিল প্রায় ১২ ইঞ্চি লম্বা একটি কিশোর টিকটিকি।
জেফারসন কাউন্টির ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয় এবং গত শুক্রবার তিনি মারা যান।
করোনারের অফিস একটি ময়নাতদন্ত করেছে তবে তারা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণের জন্য অতিরিক্ত টক্সিকোলজি পরীক্ষা চালানো হচ্ছে।
গিলা দানব বিষাক্ত টিকটিকির দৈর্ঘ্যে ৫৪ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। এরা ভারী, ধীরগতির সরীসৃপ প্রাণি। যুক্তরাষ্ট্রের গিলা নদীর নামানুসারে টিকটিকির নামকরণ করা হয়েছে।
বিবিসি বলছে, লাইসেন্স ছাড়া গিলা দানবকে পোষা প্রাণী হিসেবে রাখা বেআইনি।
মারা যাওয়া লোকটির ট্যারান্টুলাও ছিল যা রাখা আইনত বৈধ নয়। কলোরাডো পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ ক্রিমিনাল ইনভেস্টিগেটর জানিয়েছে তারা ওই যুবকের বাসায় থাকা টিকটিকি সরাতে বলেছেন।
১৯৩০ সালে গিলা দানবের কামড়ে যুক্তরাষ্ট্রে মানুষের সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।