পোশাকের কারণে তীব্র সমালোচনার কবলে অদ্রিজা রায়

অদ্রিজা রায়

বিনোদন ডেস্ক : কলকাতার বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ অদ্রিজা রায়। অদ্রিজা রায় বিদেশে গিয়ে বিকিনিতে নিজেকে প্রকাশ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

অদ্রিজা রায়

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আলোচনায় থাকেন তিনি। কালার্স বাংলার ‘মৌ-এর বাড়ি’ শেষ অনেকদিন হল, মাঝে স্টার জলসার বিক্রম বেতালে নজর মিলছিল অভিনেত্রীর। তবে এখন ওটাও শেষ। এরপর নতুন কোনও ধারাবাহিকে দেখা মেলেনি অভিনেত্রীর। আপাতত শ্যুটিংয়ের চাপ থেকে মুক্ত হয়ে বিরতি দুর্দান্তভাবে এনজয় করছেন তিনি।

এদিকে কলকাতার আলোচিত অভিনেত্রীর মধ্যেও একজন তিনি। ফ্যাশন স্টেটমেন্টে তাঁর জুড়ি মেলা ভার। সম্প্রতি একটি ফটোশ্যুটে গোলাপি মনোকিনিতে ধরা দিলেন অদ্রিজা। সঙ্গে ঠোঁটে লাল লিপস্টিক, খোলা চুলে লাস্যময়ী রূপে দেখা মিলল অদ্রিজার। তাঁর আবেদনময়ী চেহারায় দেখলে মুগ্ধ হবেন সবাই!

এবার এই লুকে ধরা দিয়েই নজর কাড়লেন অভিনেত্রী, সঙ্গে বুঝিয়ে দিলেন তিনিও বেশরম। অর্থাৎ দীপিকার বিতর্কিত ‘বেশরম রং’ গানটিই ব্যাকগ্রাউন্ডে বাজছিল। এই গানেই রিল ভিডিও বানিয়ে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে অদ্রিজাও। নায়িকার এমন রূপ দেখে কটূক্তি তে একেবারে ভরে গেল কমেন্ট বক্স।

কেউ লিখেছেন, ‘এইটুকুই বা পরার কী দরকার? খুলে ফেললেই তো হয়’। কেউ আবার ব্যঙ্গ করে লিখলেন, ‘যাক কিছু তো ট্যালেন্ট আছে এই মহিলার, কাপড় খুলতে পারে’।

শুটিং না করেই আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব

অনেকে আবার বডি শেমিং করে লিখেছেন, ‘বাঁশ কাঠির মতো শরীরে বিকিনি, ভাবা যায়’। অবশ্য ফিরতি কোনো উত্তর দেন নি অদ্রিজা। বরং তাঁর প্রোফাইলে বিকিনিতে ছবিতে তিনি ভরিয়ে ফেলেছেন। নতুন বছরে ছুটি কাটাতে মালদ্বীপ গেছেন অভিনেত্রী। সেখান থেকেই ছুটি কাটানোর একাধিক ছবি অদ্রিজার ইনস্টাগ্রামে এখন রাজত্ব করছে।