বিনোদন ডেস্ক : চরিত্রের স্বার্থে যে কোন অবস্থায় নিজেদের মেলে ধরতে পিছপা হননি বলিউড অভিনেত্রীরা। ন..গ্ন হওয়া বা টপলেস দৃশ্যের মতো খোলামেলা দৃশ্যে অভিনয় করে নজর কেড়েছেন বলিউডের নামকরা অভিনেত্রীরা। সিমি গারেওয়াল, জিনাত আমান থেকে মন্দাকিনী; হালের নেহা ধুপিয়া থেকে তনুশ্রী দত্ত- এ রকম অনেকেই নিজের সাহসী অভিনয়ে দর্শকমনে আলাদা জায়গা করে নিয়েছেন। অন-স্ক্রিনে খোলামেলা দৃশ্য অভিনয় করা বলিউড এর কয়েকজন অভিনেত্রীর কথা তুলে ধরা হলো।
অনু আগরওয়াল : আশির দশকে বলিউডে সাড়া জাগানো সিনেমা ‘আশিকি’র অভিনেত্রী আনু আগরওয়াল শুধু প্রেমিকার অভিনয়ই নয়, ‘পাশের বাড়ির মেয়ে’র ইমেজও ভেঙে দিয়েছেন। ‘দ্য ক্লাউড ডোর’ সিনেমায় অভিনেত্রী তাঁর হট এবং সাহসী দৃশ্য দিয়ে পর্দায় আগুন লাগিয়ে দিয়েছেন। সত্যম শিবম সুন্দরম সিনেমায় খোলামেলা দৃশ্যে জিনাত আমান
জিনাত আমান : রাজ কাপুরের আরেকটি সিনেমা, বলিউডের অতীতের জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমান সত্যম শিবম সুন্দরম ছবিতে টপলেস হয়েছিলেন এবং এটি সেই সময়ের সবচেয়ে সাহসী পদক্ষেপগুলোর মধ্যে একটি ছিল।
স্মিতা পাতিল : স্মিতা পাতিল বলিউডের অন্যতম বহুমুখী অভিনেত্রী ছিলেন। তিনি কখনোই কোনো বাধা-বিপত্তি থেকে দূরে সরে যাননি এবং স্ক্রিপ্টের ওপর নির্ভর করে সাহসী চরিত্রে অভিনয় করেছেন। অর্ধ সত্য, মান্ডি এবং আরো অনেক চলচ্চিত্র স্মিতার সংবেদনশীল দিকটি প্রদর্শন করেছে। ‘চক্রতে’ অভিনেত্রী স্মিতার স্নানের একটি দৃশ্য শরীরে লেপ্টে থাকা ভেজা শাড়িতে যে উন্মাদনা ছড়িয়েছিল, তা আজও দর্শকমনে আলোড়ন ফেলে।
মন্দাকিনী : রাম তেরি গঙ্গা মাইলিতে একটি স্বচ্ছ শাড়ি পরে জলপ্রপাতের নিচে বলিউডের অতীতের অভিনেত্রী মন্দাকিনীর স্নানের কথা ভোলা যায় না। তৎকালীন সময়ে এমন সাহসী দৃশ্যে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।
নেহা ধুপিয়া : ২০০১ সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত জুলি সিনেমাটি সেই সময়ে বলিউডে ঝড় তুলেছিল। সিনেমায় নেহা ধুপিয়ার খোলামেলা অঙ্গ উপস্থাপন তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের।
শাড়ি পরে ছাদে মধ্যে দুর্দান্ত ড্রান্স দিলো শিশুকন্যা, ভাইরাল ভিডিও
দীপা সাহি : বলিউডে খুব বেশি পরিচিত নাম না হলেও, খুব সাহসী অভিনেত্রী দীপা সাহি ‘মায়া মেমসাব’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে একটি সুপার হট প্রেমের দৃশ্যে অভিনয় করেছিলেন। যেখানে তিনি সম্পূর্ণ টপলেস হয়েছিলেন। সেটাও বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।