পোশাক ছাড়া রণবীরকে কাছে পেতে চান রাখি!

রাখি

বিনোদন ডেস্ক : শুরুতে রণবীরের খোলামেলা ছবি দেখে হয়তো তাজ্জব হয়েছিলেন রাখি সবন্ত। তাই মন্তব্য করেছিলেন, ‘‘বাঁদরে সিংহের পোশাক চুরি করে নিয়েছে!’’ কিন্তু পরে তাঁর মন মজল রণবীরেই। ‘গাল্লি বয়’-এর নিরাবরণ রূপ দেখে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন বিগ বস তারকা। সেই শুনে রণবীরও কৃতজ্ঞতা জানাতে ভুললেন না। দেখা যাচ্ছে, তাঁর পক্ষেই এখন লোক কম।

রাখি

নিরাবরণ ফটোশ্যুট নিয়ে এখন নেটদুনিয়া সরগরম। নিমেষে উষ্ণতার পারদ যেমন চড়িয়েছেন, সেই সঙ্গে বিতর্কও উস্কে দিয়েছেন অভিনেতা। কাশ্মীরি গালিচায় তাঁর অনাবৃত পৌরুষ সৌন্দর্যের সংজ্ঞা, নাকি অশালীনতার, তা নিয়ে যুযুধান দুই পক্ষ। তবে রাখি সবন্ত জানালেন, তিনি রণবীরের সৌন্দর্যই দেখতে পাচ্ছেন। বললেন, ‘‘রণবীর আমার বন্ধু হয়! আমায় ও ‘আই লভ ইউ’ বলেছে।’’

মিথ্যে নয়, সত্যিই রণবীর ভালবাসার তিন শব্দ বলেছেন রাখিকে। তবে কোন প্রেক্ষিতে বলেছেন, সেটাও ব্যখ্যা করেন রাখি। দেখা যায় রণবীরের ফটোশ্যুটের কাজকে তারিফ করে নিজেই একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন রাখি। সেই পোস্টের নীচে মন্তব্য করেন অভিনেতা। লিখেছিলেন, ‘লভ ইউ ইয়ার’। স্পষ্টই বোঝা যায়, এ ভালবাসা কৃতজ্ঞতার, বন্ধুত্বের প্রতিদান। শুধু তা-ই নয়, রণবীর লিখেছেন, ‘রাখি, তুমি এক জন রক স্টার!’

রাখিও রণবীরের কথায় খুশিতে ডগমগ। প্রেমিক আদিল দুরানির সঙ্গে বেরিয়েও রণবীরের কথাই বলে গেলেন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে। বললেন, ‘‘আমার দিনটা ভাল হয়ে গেল।’’

প্রথমবার যার প্রেমে পড়েন পূর্ণিমা

এ দিকে ফটোশ্যুট নিয়ে মুখ খুলেছেন রণবীর নিজেও। তিনি জানিয়েছেন, হাজার হাজার মানুষের সামনে নিরাবরণ হতে তাঁর কোনও জড়তা নেই। স্ত্রী দীপিকাও তাঁর ‘সাহসী’ ছবি দেখে প্রশংসা করেছেন। অতএব, রণবীরের আর পরোয়া কী!