সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে আজ সকল জিনিষের দাম বেশী। গ্যাস বিদ্যুৎ চাল-ডাল সহ সকল নিত্য প্রয়োজনীয় পন্যের দাম অকল্পনীয় আকাশচুম্বী।
শনিবার (০১ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জেলা কোর্ট চত্ত্বরে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাধারণ মানুষ তো দূরের কথা মধ্যবিত্তরাও দুবেলা দুমুঠো আহার জোগাতে হিমশিম খাচ্ছে। তবে একটি জিনিসের দাম কম!সেটি কি আপনারা জানেন? সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। তারা পুলিশ দিয়ে ভোট চুরি করে তিন তিনবার ক্ষমতা আঁকড়ে রেখেছে।
তিনি আরো বলেন, তারা জনগণের সাথে প্রতারণা করে রাষ্ট্রক্ষমতায় থেকে ইউনিয়ন থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের প্রতিটি নেতাকর্মী হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে। অথচ রাষ্ট্রীয় কোষাগার এখন প্রায় শূন্যের কোঠায়। দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন করে কিছু বলার নাই। শুধু একটা কথাই বলতে হবে এই সরকার কখন যাবে?
বিএনপির এই নেতা বলেন, জনগণের কল্যাণে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু আজ দেশের জনগণ তো দূরের কথা বিচারকগনও আজ স্বাধীন নয়। তাই আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা আসতে হবে। ভোট চোরদের আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের সঞ্চালনায় এ অবস্থান কর্মসূচিতে ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৬৫ টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। এসময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, অ্যাডভোকেট জহির আলম লোদী, বশির উদ্দিন আহমেদ ঠাণ্ডু, প্রবীণ বিএনপি নেতা গোলাম মহিয়াট খান শিপার, আব্দুল মান্নান, গোলাম কিবরিয়া সাঈদ, নাসির উদ্দিন আহমেদ জাদু, গোলাম আবেদীন কায়সার প্রমূখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।