আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে অর্থনৈতিক শঙ্কার মধ্যেও গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে। তবে এসময়ে দেশটির মুদ্রা ডলারের মান কমেছে। এছাড়া মার্কিন ট্রেজারি ইল্ড নিম্নমুখী থেকেছে। এতে আবারও মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের (ফেড) সুদের হার বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে সোমবার (৮ আগস্ট) হঠাৎ বিশ্বজুড়ে সব শেয়ারবাজার চাঙ্গা হয়েছে।
গত সপ্তাহে চাকরির তথ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তাতে দেখা যায়, গত মাসে অপ্রত্যাশিতভাবে দেশটিতে প্রায় ৫ লাখ নাগরিকের কর্মসংস্থান হয়েছে। চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এ খবরে গত শুক্রবারের পর থেকে আন্তর্জাতিক পুঁজিবাজার ঊর্ধ্বমুখী হতে থাকে।
যুক্তরাষ্ট্রে ৪০ বছরে সর্বোচ্চ স্তরে গিয়ে ঠেকেছে মূল্যস্ফীতি। ক্রমবর্ধমান নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে আবারও ৭৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়াতে পারে ফেড। প্রায় ৭০ শতাংশ এ সম্ভাবনা রয়েছে। এ প্রত্যাশায় শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ায় বিনিয়োগকারীরা। এতে এদিন অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
ইউরো স্টোক ৮০০ বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। এমএসসিআই বিশ্ব সূচক বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। ৪৭ দেশে শেয়ার ট্র্যাক করে তারা। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স ও টেক জায়ান্ট নাসডাক ফিউচার্স যথাক্রমে বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ এবং শূন্য দশমিক ৬ শতাংশ।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে জানানো হয়, ওয়াল স্ট্রিট, ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ বেড়েছে শূন্য দশমিক ৮৪ শতাংশ।
তবে বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এশিয়ার শেয়ারবাজার উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। জাপানের নিক্কেই স্থিতিশীল ছিল। এখানে কোনো শেয়ার ওঠা-নামার মধ্যে ছিল না। দক্ষিণ কোরিয়ার কেওএসপিআই ২ শতাংশ হ্রাস পেয়েছে। চীনের ব্লু চিপস নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ।
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি আয় বেড়ে ৫০১ কোটি ডলার, ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।