জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালের একটি মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। নিজের ভাঙা পা সারানোর জন্য প্রস্রাব পান করার মতো চাঞ্চল্যকর দাবি করে তিনি বিস্মিত করেছেন অনেককে।
এই মন্তব্যের জেরে যেমন সমালোচনার মুখে পড়েছেন, তেমনই অনেকে তাকে নিয়ে কৌতুক করেছেন এবং এই কাজকে ‘বিপদের লক্ষণ’ বলেও আখ্যা দিয়েছেন। অবশেষে এই বিতর্কের মুখে পরেশ রাওয়াল নিজেই মুখ খুলেছেন।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল তার চিরাচরিত ভঙ্গিতেই উত্তর দিয়েছেন। প্রস্রাব পানের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আমি প্রস্রাব পান করেছি, তাতে লোকের সমস্যা কী? নাকি আমি তাদের প্রস্রাব পান করতে না দেওয়ায় কোনও সমস্যা হচ্ছে? তারা কি ভাবছেন যে কেন আমি একাই পান করেছি তাদের দিইনি?’
পরেশ রাওয়াল বলেন, ‘এটা আমার জীবনে ৪০ বছর আগে ঘটা একটি ঘটনা। এ আর এমন কী বড় ব্যাপার? মানুষ তিল থেকে পাহাড় তৈরি করতে পছন্দ করে। তাদের এসব উপভোগ করতে দিন।
পরেশ রাওয়াল ‘আন্দাজ আপনা আপনা; চলচ্চিত্রে প্রথম ডবল রোল করেন। এরপর পরিচালক প্রিয়দর্শনের চলচ্চিত্রে বিভিন্ন ভূমিকায় হাস্যরসাত্মক অভিনয় করে ভারত জোড়া খ্যাতি পান।
কোন জিনিস যা করার সময় মেয়েরা চিৎকার করে আর ছেলেরা চুপ থাকে
তার অভিনীত অন্যান্য ছবিগুলির মধ্যে ফান্টুস, ক্রান্তিবীর, হেরা ফেরি, ফির হেরা ফেরি, গরম মসালা, ভাগম ভাগ, মালামাল উইকলি, হাঙ্গামা ইত্যাদি উল্লেখযোগ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।