ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

bangladesh

স্পোর্টস ডেস্ক : রাত পোহালেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০ টায় শুরু হবে প্রথম টেস্ট। এই টেস্টে কেমন হবে বাংলাদেশ একাদশ, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটপ্রেমীদের মনে।

bangladesh

পাকিস্তান সিরিজের দল থেকে ভারত সফরের টেস্ট দলে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। তাই একাদশেও খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

পেস বিভাগের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। পাকিস্তান সিরিজে দারুণ পারফর্ম করেছেন তারা। প্রথম টেস্টের একাদশে এই তিন পেসারকেই দেখা যেতে পারে।

তবে উইকেট যদি স্পিনবান্ধব হয়, সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে তাইজুল ইসলামকে। তখন একাদশে জায়গা হারাতে পারেন রানা।

এছাড়া বাংলাদেশের একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। পাকিস্তান সিরিজের শেষ টেস্টের একাদশে যারা ছিলেন তাদের থাকারই সম্ভাবনা বেশি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।