প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের ব্যালট হাতে পাওয়ার পর দ্রুত ভোট প্রদান সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানায়, ব্যালট পূরণ শেষে ভোটারদের নিকটস্থ পোস্ট অফিস অথবা ডাক বাক্সে হলুদ খামে ভোটপত্র জমা দিতে হবে।
রিটার্নিং অফিসারের কাছে আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছালেই কেবল তা ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নির্বাচন কমিশন আরও জানায়, নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো পোস্টাল ব্যালট ভোট গণনায় গ্রহণযোগ্য হবে না। তাই ভোটারদের সময়সীমার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত ভোট প্রদান ও পাঠানোর অনুরোধ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


