আমার রাইফেলের নলে গিঁট দেওয়া হয়ে গেছে: তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন

জুমবাংলা ডেস্ক : যুদ্ধভিত্তিক একটি সিনেমা দেখে প্রশংসা করেছেন বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে ভারতে থাকা লেখিকা তসলিমা নাসরিন। গত রোববার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি ওই সিনেমা নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন লেখেন, ‘কাল রাতে “অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট” ছবিটা দেখছিলাম আর ভাবছিলাম, ক্ষমতাসীনদের বিবেকহীনতা আর হিংস্রতার কারণে ইতিহাসের শুরু থেকে কত অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে! মানুষের বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনের এক পয়সার মূল্য কখনো ছিল না। গরিবকে গরিবের বিরুদ্ধে চিরকালই লেলিয়ে দেওয়া হয়েছে। “দেশপ্রেম” নামে এক দুর্বোধ্য শব্দ উচ্চারণ করে ক্ষমতাসীনরা গরিবদের বোকা বানাতেন। ক্ষুধার্ত পেটে দেশপ্রেম ধুয়ে খেতে হতো গরিবদের।’

ভারতে নির্বাসিত এই লেখিকা পোস্টে লেখেন, ‘যুদ্ধবাজ লোকেরা এই ছবিটি দেখার পর কি কিছুক্ষণের জন্য হলেও নির্বাক হন না? যুদ্ধের বিরুদ্ধে আজ না দাঁড়ালেও শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে একদিন না একদিন দাঁড়াতে হবেই। যুদ্ধ যে জিনিসকে সবচেয়ে বেশি মূল্যহীন করে, সে মানুষের জীবন। আমি রক্তপাতের বিরুদ্ধে, অকাল মৃত্যুর বিরুদ্ধে। আমার রাইফেলের নলে গিঁট দেওয়া হয়ে গেছে অনেক আগেই।’

https://www.facebook.com/nasreen.taslima/posts/2977709625706809