লাইফস্টাইল ডেস্ক : পোস্টমর্টেম সম্পর্কে আপনি নিশ্চয়ই শুনেছেন। যখন কোন ব্যক্তি সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা বা খুনের কারণে মারা যায়, তখন চিকিৎসক ও ফরেনসিক দল (Medical and Forensic Team) মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার জন্যই ওই ব্যক্তির দেহের পোস্টমর্টেম করে। তবে যে কোন মৃত ব্যক্তির ময়নাতদন্তের আগে তার স্বজনদের থেকে অনুমতি নেয়া হয়।
পোস্টমর্টেম বা ময়নাতদন্ত হলো এমন এক ধরনের অপারেশন, যেখানে মৃত ব্যক্তির দেহ পরীক্ষা করে মৃত্যুর আসল কারণ খুঁজে পাওয়া যায়। কিন্তু জেনে অবাক হবেন, পোস্টমর্টেম শুধু দিনের বেলায় হয়, কিন্তু রাতে নয় কেন? অনেক সময় এই ধরনের প্রশ্ন আমাদের মাথায় ঘোরাফেরা করে, যার উত্তর খুঁজে পাওয়া একটু কঠিন হলেও কিন্তু অসম্ভবও নয়।
রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর ৬ থেকে ১০ ঘণ্টার মধ্যে পোস্টমর্টেম করা হয়। কারণ এরপর বেশি সময় পেরিয়ে গেলে মৃতদেহ এবং মাংসপেশিতে প্রাকৃতিকভাবে নানান পরিবর্তন ঘটতে থাকে। তবে মৃতদেহের পোস্টমর্টেম করার সময় হল সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে। অর্থাৎ এর আগে বা পরে পোস্টমর্টেম করা হয় না।
আসলে রাত্রিবেলায় টিউবলাইট বা এলইডি’র কৃত্রিম আলোতে আঘাতের রঙ লালের পরিবর্তে বেগুনি দেখায় এবং ফরেনসিক বিজ্ঞানে বেগুনি রঙের আঘাতের কোনও উল্লেখ নেই। প্রাকৃতিক ও কৃত্রিম আলোতে আঘাতের রঙ ভিন্ন হওয়ার পোস্টমর্টেম রিপোর্টে বিভ্রান্ত দেখা যেতে পারে।
ফলে চিকিৎসকেরা আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন। তাই রাত্রিবেলায় পোস্টমর্টেম না করার এটিও একটি কারণ। এছাড়াও রাতে পোস্টমর্টেম না করার পেছনে ধর্মীয় কারণও রয়েছে। অনেক ধর্মের রীতি অনুযায়ী রাতে শেষকৃত্য সম্পন্ন হয় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।