স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ হকি মূল পর্বের আগে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় শনিবার ৫-১ গোলে হেরেছে গোবিনাথান ইমানের দল। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
আগামী ২৩ মে থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে আট দলের এশিয়ান কাপ।
বাংলাদেশ জায়গা পেয়েছে পুল ‘বি’তে। পুলের বাকি তিন প্রতিপক্ষ মালয়েশিয়া, ওমান ও দক্ষিণ কোরিয়া। পুল ‘এ’তে রয়েছে ভারত, জাপান, পাকিস্তান ও স্বাগতিক ইন্দোনেশিয়া।
আসরের উদ্বোধনী দিনে কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৪ মে ওমান এবং ২৬ মে মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন জিমি-আশরাফুলরা। এর আগে থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই পর্বে রানার্স-আপ হয়ে ইন্দোনেশিয়ায় যায় বাংলাদেশ।
পেশাদার ফটোগ্রাফির অভিজ্ঞতা পেতে ভিভো নিয়ে এলো এক্স৮০ ৫জি স্মার্টফোন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।