বিনোদন ডেস্ক : নতুন সিনেমা নির্মাণ করা হবে সালমান খানের প্রযোজনা সংস্থা থেকে। তার জন্য অভিনেতা খোঁজা হচ্ছে। বলিউড ভাইজান নাকি নিজেই বেছে নেবেন সেই অভিনেতাকে।
এরপরই সালমান খান’স ফিল্মস-এ অভিনয় করতে চেয়ে অনেকেই সালমান খানের প্রযোজনা সংস্থার বিভিন্ন ফোন নম্বরে ফোন করতে শুরু করেন। কিন্তু আদতে পুরো খবরটাই ভুয়া। তাই প্রতারণার আঁচ পেয়েই সবাইকে সতর্ক করলেন ভাইজান।
সালমান খান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের হাত ধরেই সাফ জানিয়ে দিয়েছেন, তার প্রযোজনা সংস্থা এই মুহূর্তে কোনো ছবি বানাচ্ছে না। কোনো অভিনেতা-অভিনেত্রীও নেয়া হচ্ছে না। ঠিক কী লেখা হয়েছে?
সালমান লেখেন, ‘এটি স্পষ্ট করে জানানো হচ্ছে, সালমান খান’স ফিল্মস বর্তমানে কোনো ছবি তৈরি করছে না, ছবির জন্য কাস্টিংও করা হচ্ছে না। আমরা আমাদের আগামী কোনো ছবির জন্যও কোনো কাস্টিং এজেন্ট নিয়োগ করিনি।’
সবাইকে সতর্ক করে ভাইজান লিখেছেন, ‘এই উদ্দেশ্যে যদি কোনো ই-মেইল বা বার্তা পেয়ে থাকেন, তাহলে দয়া করে বিশ্বাস করবেন না। কেউ যদি মিথ্যাভাবে মিস্টার খান বা এসকেএফ-এর নাম ব্যবহার করে কোনো অননুমোদিত কাজ করে, তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
সালমান খান ২০১১ সালে তার প্রযোজনা ও ডিস্টিবিউটর সংস্থা সালমান খান’স ফিল্মস প্রতিষ্ঠা করেন। এই সংস্থার একটি অংশ হিসাবে রয়েছেন তার মা সালমা খান। তিনি বলেছিলেন, ছবির প্রযোজনা থেকে যে অর্থ পাওয়া যাবে, তা তাদের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান’কে দান করা হবে।
সালমানের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ছিল ‘চিল্লার পার্টি’, যেটি পরিচালনা করেছিলেন নীতেশ তিওয়ারি এবং বিকাশ বহেল।
পরে ‘বজরঙ্গি ভাইজান’, হিরো’, ‘টিউবলাইট’, ‘রেস থ্রি’, ‘লাভযাত্রী’, ‘নোটবুক’, ‘ভারত’, ‘কাগজ’, ‘দাবাং থ্রি’, ‘রাধে: ইউ মোস্ট ওয়ান্টেড ভাই এবং ’অ্যান্টিম: দ্য ফাইনাল ট্রুথ’সহ বেশ কয়েকটি ছবির সঙ্গে যুক্ত ছিল সালমানের প্রযোজনা সংস্থা। সংস্থার শেষ ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।