জুমবাংলা ডেস্ক : আরো ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই শুল্ক স্টেশনগুলো হলো চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, কুড়িগ্রামের সোনাহাট, জামালপুরের ধানুয়া কামালপুর, শেরপুরের নাকুগাঁও, ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ুইতলী, সিলেটের তামাবিল, জকিগঞ্জ ও শেওলা। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই শুল্ক স্টেশনগুলো দিয়ে আলু আমদানি করা যাবে।
সোমবার (২০ জানুয়ারি) এনবিআর এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
একটি নির্দিষ্ট শুল্ক স্টেশন দিয়ে কোন কোন পণ্য আমদানি করা যাবে, সেই তালিকা ঠিক করে দেওয়া হয়। এর মধ্য দিয়ে এই ৯টি শুল্ক স্টেশনের আমদানি পণ্যের তালিকায় আলু যুক্ত হলো।
এনবিআর সূত্রে জানা গেছে, ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানি করা আলু এই শুল্ক স্টেশন দিয়ে আনা যাবে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআরের শুল্ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেশের আলু আমদানি ভারতের ওপর অনেক বেশি নির্ভরশীল। ভারতের ওপর নির্ভরতা কমাতে বিকল্প বাজার হিসেবে নেপাল ও ভুটানের আলু যাতে সহজে আসতে পারে, সে জন্য নতুন করে ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে বেনাপোল ও ভোমরা শুল্ক স্টেশন দিয়ে বেশি আলু আমদানি হয়।
দেশে বছরে আলুর চাহিদা ৮৫ থেকে ৯০ লাখ টন।
স্থানীয় উৎপাদন ১০৬ লাখ টন। ২৫ শতাংশ সংরক্ষণকালীন ক্ষতি ও বীজ বাদে সরবরাহ সাড়ে ৭৯ লাখ টন। ভারত থেকে ২০২৩-২৪ অর্থবছরে আলু আমদানি হয়েছে দেড় লাখ টন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।