আলুর ম্যাজিকে চকচক করবে গাড়ির কাচ, রয়েছে একটি দারুণ টিপস

আলুর ওয়াটার

লাইফস্টাইল ডেস্ক : বৃষ্টির ঝাপটায় আবছা হয়ে যায় গাড়ির উইন্ডশিল্ড। দেখা যায় না কিছু। দৃশ্যমান্যতা কমে যাওয়ার ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। এমন পরিস্থিতির শিকার অধিকাংশ গাড়ি চালক। কিন্তু এই ঝুঁকি কমানোর জন্য রয়েছে একটি দারুণ টিপস। এই উপায় শুধু কার্যকর নয় ভীষণ সস্তাও।

আলুর ওয়াটার

এমন অনেকে আছেন যারা গাড়ির উইন্ডশিল্ড ও রিয়ার ভিউ মিরর পরিষ্কার রাখতে নানা বাজার চলতি অ্যাক্সেসরিজ ব্যবহার করেন। যেমন ওয়াটার রেপিলেন্ট, অ্যান্টি ফগ স্প্রে ইত্যাদি। এগুলো অনলাইন থেকে কিনুন অথবা অফলাইন সব জায়গাতেই মোটা টাকা খরচ করতে হয়।

আজ আপনাদের একটি টিপসের কথা জানানো হবে, সেখানে আপনাকে কোনও অ্যাক্সেসরিজ ব্যবহার করতে হবে না। শুধু চাই একটা আলু, হযাঁ ঠিকই শুনছেন একটা বড় আলু জোগাড় করে তার খোসা ছাড়িয়ে দুই ভাগ করে নিন। এবার সেই আলুর একদম মাঝখান দিয়ে গাড়ির রিয়ার ভিউ মিররে ঘষুণ।

বেশ কিছুক্ষণ এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। আসলে আলুর মধ্যে প্রাকৃতিক আবরণ রয়েছে যা বৃষ্টির পানি শোষণ করতে পারে। বৃষ্টির মধ্যে দিয়ে অনেকক্ষণ গাড়ি চালাতে হলে একটি আলু সঙ্গে রাখতে পারেন।

এই আলু ব্যবহার করার ফলে কাচের উপর একটি কোটিং তৈরি হয়। এই ভাবে দৃশ্যমান্যতা বাড়িয়ে তুলতে পারেন। রিয়ারভিউ মিরর ছাড়াও গাড়ির উইন্ডশিল্ডেও ব্যবহার করতে পারেন। তবে উইন্ডশিল্ডের আয়তন যেহেতু বেশি তাই অসুবিধা হতে পারে।

রিয়ার ভিউ মিররের আলুর ব্যবহার তাই সীমাবদ্ধ রাখা উচিত। উইন্ডশিল্ডে এই টোটকা প্রয়োগ করতে হলে অনেকগুলি আলুর প্রয়োজন হতে পারে। যা আপনার জন্য মাথাব্যথা হতে পারে। তবে আলুর ব্যবহার যেমন সস্তা তেমনই কার্যকরী।

দ্রুত কাচের ঝাপসা ভাব কাটিয়ে তুলতে আলুর এই টোটকা মেনে চলতে পারেন। বৃষ্টির পানির পাশাপাশি এটি গাড়ির রাস্ট অর্থাৎ মরিচা কমাতেও সাহায্য করে। গাড়ির যেখানে জং ধরেছে আলুটি কিছুক্ষণ ঘষতে হবে তারপর পানি দিয়ে শুকিয়ে নিলে মরিচা থেকে অনেকটাই রেহাই মিলতে পারে।

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরও কমলো

উল্লেখই, আলুর পাশাপাশি ওয়াটার রেপিলেন্ট এবং অ্যান্টি ফগ স্প্রেও যথেষ্ট কার্যকরী। তাই গাড়ির কাচ খুব বেশি ঝাপসা হয়ে গেলে শুধু আলুর উপর ভরসা করলে চলবে না। গাড়ির দৃশ্যমান্যতা বাড়ানোর জন্য উভয় উপায়ই কাজে লাগাতে পারেন।