লাইফস্টাইল ডেস্ক : রান্নায়-খাবারে আলুর ব্যবহার নিত্যদিনের। তবে, অধিকাংশ সময়ই আমরা আলুর খোসা ফেলে দেই। কিন্তু আপনি জানেন কি- আলুর খোসা দিয়ে তৈরি করা যায় মুচমুচে চিপস।
আলুর খোসা কিন্তু শরীরের জন্যও বেশ উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি৩, পটাশিয়াম, আয়রন, ফাইবারসহ আরো অনেক পুষ্টিগুণ।
আজ আলুর খোসা দিয়ে মুচমুচে চিপস তৈরির রেসিপি দেখে নিন-
উপকরণ :
আলুর খোসা ১ কাপ
অলিভ অয়েল ১-২ টেবিল চামচ
লবণ ১-২ চা চামচ
পদ্ধতি :
প্রথমে আলু ভালোভাবে পরিষ্কার করে নিন। আলুতে চোখ থাকলে তা তুলে নিন। এবার লম্বা লম্বা করে আলুর খোসা ছাড়িয়ে নিন। অতিরিক্ত স্টার্চ দূর করতে ঠান্ডা পানিতে আলুর খোসা ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। খোসা ধুয়ে ফেলুন এবং তারপর ভালো করে শুকিয়ে নিন। যত শুকনো হবে তত ভালো বেকড হবে।
এবার বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিন। তার ওপরে আলুর খোসাগুলো ছড়িয়ে দিন। ওপর থেকে তেল আর লবণ ছড়িয়ে দিন। ওভেনে আলুর খোসা ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২৫ থেকে ৩০ মিনিট বেক করুন।
যদি মুচমুচে খেতে চান তাহলে আরো ৪ থেকে ৫ মিনিট গ্রিল করতে পারেন। হয়ে গেলে চাট মশলা ছিটিয়ে পরিবেশন করুন আলুর খোসার মুচমুচে চিপস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।