আন্তর্জাতিক ডেস্ক : হাঁটতে গিয়ে নিখোঁজ হয়ে যায় স্টিভ হারপার নামে এক ব্যক্তির পোষা কুকুর। ভেবেছিলেন আর হয়ত ফিরে পাবেন প্রিয় প্রাণীটিকে। কিন্তু নিজের বুদ্ধি দিয়ে মালিকের কাছে ফিরে আসে কুকুরটি। ব্রিটেনের লেস্টারশায়ারের বাসিন্দা ৬৮ বছরের হারপার।
গত ৩ নভেম্বর রোসি নামে তার প্রিয় কুকুরটি নিয়ে হাঁটতে বের হন। তখনই কয়েকজন সেখানে বাজি ফোটানো শুরু করেন। বাজির শব্দে ভয় পেয়ে পালিয়ে যায় রোসি। হারপার ভেবেছিলেন কিছুক্ষণ পর হয়ত কুকুরটি ফিরে আসবে। কিন্তু তারপর থেকেই নিখোঁজ রোসি।
এদিকে রাস্তা চিনে বাড়ি না ফিরতে পারলেও নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কুকুরটি চলে যায় স্থানীয় একটি থানায়।
থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একা একাই দরজা দিয়ে ঢুকে আসছে রোসি। এসে বসে পড়েছে চেয়ারের পাশে। কুকুরটির কাছে যান সেখানে কর্মরত কর্মকর্তারা। তারা কুকুরটির গলায় দেখতে পান, সেখানে হারপারের নাম ও ঠিকানা লেখা ছিল। সে ঠিকানা দেখেই থানা থেকে হারপারের সঙ্গে যোগাযোগ করা হয়।
এ বিষয়ে স্টিভ হারপারের স্ত্রী জুলি হারপার বলেন, রোসি হারিয়ে যাওয়ার পর তার স্বামী অনেক কষ্ট পেয়েছিলেন। মন খারাপ করে স্টিভ হারপার যখন ফেরেন, তখনই থানা থেকে একটি ফোন আসে। বলা হয়, রোসিকে পাওয়া গেছে। তিনি বলেন, খবরটি শুনে আমি খুবই খুশি ছিলাম যে সে নিরাপদ ছিল। আমরা গর্বিত, কারণ রোসি নিজে থানার পথ খুঁজে পেতে যথেষ্ট চতুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।