প্রতিযোগীর সাথে সঙ্গে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো নোরা ফাতেহি

নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : বলিউড নায়িকাদের মধ্যে নোরা ফাতেহি অন্যতম একটি নাম। তার নাচ ও হট পোজে মানুষের মন কেড়ে নেয়। ফ্যাশনের দিক থেকেও বিশাল নাম করেছে নায়িকা। বিভিন্ন ইভেন্টে নোরাকে দেখা যায় দুর্দান্ত পোশাকে। তবে নায়িকাকে এবার দেখা গেল জবরদস্ত নাচের মধ্যে। বর্তমানে নোরার একটি বেলি ডান্স এর ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হতবাক সকলে।

নোরা ফাতেহি

ভিডিওতে দেখা যাচ্ছে, ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার সিজন ২’ এর মঞ্চে দাঁড়িয়ে আছেন নোরা ফাতেহি। তার পাশেই মঞ্চে দাঁড়িয়ে সিজন ২ এর বিজয়ি সৌম্যা কম্বলে। হ্যাঁ ঠিকই ধরেছেন এই দুজনের নাচই দেখা গেল একসাথে। আপনারা সবাই জানেন সৌম্যা ব্রেক ডান্স দুর্দান্ত করেন।

Nora fatehi dance india’s best dancer song dilbar dilbar

তবে নোরা ফাতেহির বেলি ডান্স মানেই উষ্ণতার পারদ থাকবে শীর্ষে। ‘সত্যমেব জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানটিতে নাচ করেছেন নোরা। হট ফিগারে তার কোমর দুলানো যেন অন্য মাত্ৰা যুক্ত করেছে স্টেজে। স্যোম্যার ব্রেক ডান্স ও নোরার বেলি ডান্স একসাথে আগুন ধরিয়েছে মঞ্চে।

বাজারে আসলো শাওমির কম দামে সেরা ফোন

হাজার হাজার মানুষ কার্যত এই ভিডিওটি দেখে নিয়েছেন। সবাই যে নোরা ফাতেহির নাচের প্রশংসা করেছেন তা আলাদা করে বলার দরকার হবে না। অথিতি হিসাবে নোরা ফাতেহি সেখানে উপস্থিত হলেও তার নাচ যেন সবার থেকেই বেশি নম্বর হাসিল করে নিয়েছে। দুর্দান্ত এই ভিডিওটি দেখুন ও কেমন লাগলো আপনার নোরার নাচ তা জানান।