জুমবাংলা ডেস্ক : ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলি বন্দরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। হিলি বন্দরের বাজারে ভারতীয় পেঁয়াজ কেজি ৪০ থেকে ৪৫ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। আর খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এদিকে দেশি পেঁয়াজের দামও কমে বিক্রি হচ্ছে কেজি ৭০ টাকায়।
সোমবার থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১২৮৮ টন ভারতীয় পেঁয়াজ দেশে এসেছে। কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া জানান, গত দুই দিনে চার লাখ ৩৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
দেশের তিন স্থলবন্দরের কাস্টমস স্টেশনের তথ্য মতে, প্রতি কেজি পেঁয়াজ আমদানি হয়েছে ১৩ থেকে ১৬ সেন্টে। ডলারের বিনিময়মূল্য ১০৮ টাকা ১৭ পয়সা ধরে মানভেদে আমদানিমূল্য দাঁড়ায় ১৪ থেকে ১৭ টাকা ৩০ পয়সা। গড়ে দাম পড়ে কেজিপ্রতি প্রায় সাড়ে ১৫ টাকা। প্রতি কেজিতে শুল্ক দিতে হয় গড়ে সাড়ে তিন টাকা। সে হিসাবে শুল্কসহ প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ আমদানিতে খরচ পড়ে প্রায় ১৯ টাকা।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, যেহেতু পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, দ্রুতই খুচরা পর্যায়েও চলে আসবে। তখন দামও কমে আসবে।
গতকাল রাজধানীর শ্যামবাজার, রামপুরা ও বাড্ডার বাজারে দেখা গেছে, পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় পাইকারিতে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারের দোকানগুলোতে ভারতীয় পেঁয়াজ এখনও পৌঁছায়নি।
শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আমদানিকারক মো. মাজেদ বলেন, ‘দুই-তিন দিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা কমেছে। দাম আরও কমবে।
রামপুরা কাঁচাবাজারের ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, ‘পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ আসার খবর পেয়েছি। তবে এখনও আমাদের কাছে আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।