জুমবাংলা ডেস্ক : দেশে প্রতিটি খুনের বিচার হবে, ভাঙচুর-সংঘর্ষ থেকে বিরত থাকতে বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, সবাই আমাদের ওপর ভরসা করেন। আমাদেরকে সময় দিন। আমরা প্রত্যেকটি হত্যার বিচার করবো।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, জনগণের সব দাবি পূরণ করা হবে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
তিনি বলেন, দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সংঘাত অরাজকতায় কোনো কিছু অর্জন সম্ভব না। সবাই মিলে সুন্দরভাবে দেশ পরিচালনা করবো।
সেনাপ্রধান আরো বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ থাকবে না। সেনাবাহিনী ও পুলিশ কাউকে গুলি করবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।