জুমবাংলা ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভুথানের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। এতে করে মুখ থুবড়ে পড়ে আওয়ামী সংগঠনটি। তবে তিন মাস পর পুনরায় আওয়ামীলীগের কর্মসূচীকে অনেকেই ‘কফিনের শেষ পেরেক’ মনে করছেন। নেটিজেনদের মতে পতন ৫ আগস্টেই হয়ে গেলেও অধঃপতনের যেটুকু বাকি ছিলো সেটাও আজ পরিপূর্ন করবে আওয়ামীলীগ। আওয়ামীলীগ নিয়ে এমন অনেক পোস্ট ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর তিন মাস পরে ঢাকায় জিরোপয়েন্টে একটি কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি নিজেদের ফেসবুক পোস্টে নেতাকর্মীরদের এই কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানিয়েছে।
আওয়ামী লীগের ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও রোববার জিরোপয়েন্টে পাল্টা গণজমায়েতের ঘোষণা দিয়েছে।
গত পাঁচই অগাস্ট গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর গা ঢাকা দিয়ে আছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনেকে।
কেন্দ্রীয় নেতাদের অনেকেই আত্মগোপনে আছেন, কেউ কেউ দেশত্যাগ করেছেন, কেউ কেউ আটকও হয়েছেন।
গত তিন মাসে আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি দেখা না গেলেও তিন মাস পর হঠাৎ কেন এই দিবসটি পালনে এতটা তৎপর আওয়ামী লীগ সেটি নিয়েও প্রশ্ন করা হয়েছিল দলটির নেতাদের কাছে। তবে, এখনও পর্যন্ত কোন উত্তর পাওয়া যায় নি আওয়ামীলীগের নেতাকর্মীদের কাছ থেকে।
আওয়ামীলীগের কর্মসূচী প্রতিহত করতে রাত থেকেই অবস্থান নিয়েছে ছাত্র জনতা। সেইসাথে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী, সাধারন মানুষ অবস্থান নিয়েছেন আওয়ামী কর্মসূচী প্রতিহত করতে। পুলিশ ও রয়েছে সতর্ক অবস্থানে। ঢাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি। যদিও সরেজমিনে পরিদর্শন করে আওয়ামীলীগের কোন নেতাকর্মীর দেখা পাওয়া যায় নি জিরোপয়েন্ট এর কর্মসূচীতে।
সাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা, বজ্রসহ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, “আওয়ামী লীগের এই ঘোষণাটা একটা ফাঁকা আওয়াজও হতে পারে। যারা আত্মগোপনে চলে গেছে তারা প্রকাশ্য হওয়ার ঝুঁকি নেবে কি না সেটা বলা মুশকিল।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।