বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি তার অভিষেক ঘটেছে বড়পর্দায়, কলকাতার রূপালী পর্দায়। অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ তার নামের পাশে যুক্ত করেছে নতুন বিশেষণ। প্রচারণার কাজে কলকাতায় ছিলেন ফারিণ। অর্জন করেছেন অন্যরকম অভিজ্ঞতা।
তিনি বলেন, ‘অবশ্যই আমার ক্যারিয়ারের মাইলফলক ‘আরো এক পৃথিবী’। প্রত্যেক অভিনয়শিল্পীর এমন একটি কাজের স্বপ্ন থাকে। এ কাজটি আমার আত্মবিশ্বাস জুগিয়েছে। আগামীতে নতুন ছবিতে কাজ করা সহজ হবে। ছবিটি এখন চতুর্থ সপ্তাহে পড়েছে। প্রথম ছবি কলকাতায় মুক্তি পেয়েছে বলে হয়তো ভালো লাগাটা একটু বেশি। কলকাতা আমাকে আপন করে নিয়েছে। প্রথম ছবি মুক্তির এ অভিজ্ঞতা আমার আজীবন মনে থাকবে।’
আইসিইউতে ছেলে, যা বললেন কুমার বিশ্বজিৎআইসিইউতে ছেলে, যা বললেন কুমার বিশ্বজিৎ
ফারিণ আফসোস করে বলেন, ‘যখন ছবিটি হল থেকে নেমে যাবে, তখন হয়তো কোনো একটি ওটিটিতে আসবে। তারপর বাংলাদেশের দর্শক দেখার সুযোগ পাবে। আসলে প্রথম ছবি মুক্তি সুখকর সবসময়। বাংলাদেশে হলেও তাই হতো।’
এদিকে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ফারিণ। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’-এ অভিনয় করে এ সম্মাননা পেয়েছেন তিনি।
চটকদার খবরে বিরক্ত প্রভাচটকদার খবরে বিরক্ত প্রভা
এ প্রসঙ্গে ফারিণ জানান, ওয়েব সিরিজটি আমার ক্যারিয়ারের মাইলস্টোন হয়ে থাকবে। এর আগে অনেক কাজ করেছিলাম। নতুনদের ক্যারিয়ার অনন্য উচ্চতায় নিতে একটি ভালো কাজ লাগে। যাতে করে তার পটেনশিয়াল অন্যরা বুঝতে পারে। তাকে বিভিন্ন চরিত্রে ভাবার সুযোগ সৃষ্টি হয়। আমার জন্য এরকম একটি কাজ ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’। এ কাজটি একজন অভিনয়শিল্পী হিসেবে কী করতে পারি সে ধারণা দিয়েছে।
ওয়েব প্ল্যাটফর্মে ফারিণের জনপ্রিয়তা ছুঁয়েছে কলকাতার দর্শকদেরও। হইচই-এ ‘কারাগার’ সিরিজে তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। ফারিণ বললেন, ‘যখন কলকাতায় গেলাম তখন দেখেছি ‘কারাগার’র জনপ্রিয়তা।
‘আরো এক পৃথিবী’ মুক্তির আগে কলকাতার দর্শক ‘কারাগার’ দেখেছে। যা খুবই ভালো দিক ছিল। চঞ্চল চৌধুরীর সাথে এটি আমার প্রথম কাজ। ওখানে তো তার জনপ্রিয়তা অনেক। আমার মতে এটি ইন্ডাস্ট্রির ভালো দিক। আমাদের শিল্পীরা ওখানে কাজ করতে পারছে। দর্শক মনে রাখছে।’
ভারতী ঝাঁ এর রোমান্টিক অভিনয়ে ঝড় তুললো নেট দুনিয়ায়, ভাইরাল ভিডিও
সবশেষে নতুন কাজের খবর জানতে চাইলে ফারিণ বলেন, ‘সেরকম কাজের খবর নেই। নতুন কোনো চুক্তি হয়নি। এর মধ্যে ওয়েব সিরিজ ‘নিকষ’র শুটিং শেষ হয়েছে। ডাবিং বাকি। ওয়েবের আরও কাজের বিষয়ে কথাবার্তা চলছে। এক্ষুণি কিছু বলার সুযোগ নেই। সামনে ঈদ। ইচ্ছে আছে ঈদের নাটকে কাজ করার। যদি চরিত্র, গল্প, বাজেট ও অন্যান্য বিষয়গুলো মনের মতো হয় তবে কাজ করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।