পটুয়াখালীর গলাচিপায় চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ায় অভিযোগে ডিলারসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ফেয়ার প্রাইজের রতনদী তালতলী ইউনিয়নের ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের ডিলার এবং শ্রমিক অধিকার পরিষদের ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক সাগর হোসেন দুদা এবং তার সহোদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গণ অধিকার পরিষদের আহ্বায়ক দাদন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের ডিলার সাগর হোসেন দুদা প্রতি ৩০ কেজি চালের বিপরীতে কার্ডধারীদের কাছ থেকে ৪৫০ টাকা নিয়ে মাত্র ২৪ থেকে ২৬ কেজি করে চাল বিতরণ করছিলেন।
পাশাপাশি নতুন কার্ড প্রদানের নামে প্রতিটি কার্ডধারীর কাছ থেকে আরো ২৫০ টাকা করে আদায় করছিলেন। রতনদী তালতলী ইউনিয়নের দুই ওয়ার্ডের ৪০১ জন কার্ডধারীর জন্য বরাদ্দকৃত ১২ টন চাল বিতরণের সময় এই অনিয়ম ধরা পড়ে।
স্থানীয়রা অভিযোগটি সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে অনিয়মের সত্যতা পান এবং দুজনকে আটক করে গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ দিকে এ ঘটনার পর গলাচিপা উপজেলা শ্রমিক অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. রুবেল মিয়া ও রতনদী তালতলী ইউনিয়ন শ্রমিক অধিকার পরিষদের সদস্যসচিব মো. রিয়াজুল ইসলামের পৃথক স্বাক্ষরিত দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, ‘আমি বর্তমানে গলাচিপার বাইরে রয়েছি। তবে এ ঘটনায় উপ-খাদ্য পরিদর্শক বাদী হয়ে মামলা করবেন। অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।’
গণ অধিকার পরিষদের সদস্যসচিব জাকির হোসেন মুন্সি বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অভিযুক্তদের গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।